logo
  • ঢাকা শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০, ২০ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২০, ১৫:২৮
আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১৬:৩১

তিন বছর বয়স থেকে যৌন লালসার শিকার হচ্ছি: ফাতিমা সানা

Fatima Sana Sheikh
ফাতিমা সানা শেখ
বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ বলেছেন, আমার বয়স তখন ৩ বছর, তখন আমাকে যৌন হেনস্থার শিকার হতে হয়। তারপর থেকে প্রতি মুহূর্তে লড়াই করতে হয়েছে। এটা শুধু আমার নয়, অনেক নারীকে এর সঙ্গে লড়াই চালাতে হয়। তাহলে বুঝতেই পারছেন, যৌন লালসা কখনও কখনও কত বড় সমস্যা হয়ে দাঁড়ায়।

এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অনেক কথা খোলসা করেন ফাতিমা। বলিউডে যৌনতার বিনিময়ে কাজ পাওয়ার বিষয়েও বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

অভিনেত্রী জানান, ইন্ডাস্টিতে অনেক মানুষের মুখোমুখি হয়েছি, যারা আমাকে বলেছেন, যৌনতা কাজ পাওয়ার একমাত্র উপায়। আমি অনেক কাজ হারিয়েছে, সেই কাজ অন্যরা পেয়েছেন, সেটা যেকোনো কারণেই হোক। তবে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, এটা অন্যান্য ইন্ডাস্ট্রিতেও একইভাবে রয়েছে। আর এটা খুবই সত্যি কথা।

দঙ্গল অভিনেত্রী ফাতিমার ভাষ্য মতে, আমাকে অনেকে বলেছেন, তুমি দীপিকা, ঐশ্বরিয়াদের মতো দেখতে নও, তুমি কীভাবে নায়িকা হবে? এমন অনেক লোক থাকবে যারা সবসময় পেছনের দিকে টানার চেষ্টা করবে। এখন যখন পিছনের দিকে তাকাই, তখন আমায় মনে হয়, সৌন্দর্যের মাপকাঠি হয়তো এটাই, আমি ওই তালিকার পড়ি না। তবে আমার মতো সাধারণ দেখতে মেয়েদের নিয়েও সিনেমা হচ্ছে। তাই আমারও সুযোগ রয়েছে।

সূত্র- জিনিউজ 

আরও পড়ুন: 
ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিলেন নুসরাত ফারিয়া
ভাইরাল অনির্বাণের নগ্ন ভিডিও
কাজলের বিয়ে: উচ্ছ্বাসভরা ছবি দেখুন

জিএ 

RTVPLUS