logo
  • ঢাকা শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০, ২০ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২০, ১৮:২৫
আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১৮:২৮

ভাইরাল অনির্বাণের নগ্ন ভিডিও

Anirban Bhattacharya
অনির্বাণ ভট্টাচার্য
টালিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের যৌনদৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে অনির্বাণকে নগ্ন অবস্থায় এক সঙ্গিনীর সঙ্গে দেখা যাওয়ায় আলোচনা-সমালোচনায় অভিনেতা। 

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কিছু না জেনে লিখেছেন, এটা নাকি অনির্বাণের ব্যক্তিগত ভিডিও! কেউ কেউ লিখেছেন, ‘অনির্বাণের মতো অভিনেতাকেও এই কাজ করতে হল!’ তবে সবগুলো নেতিবাচক মন্তব্য নয়।

যে ক্লিপ ভাইরাল হয়েছে, সেটি ‘ঘচাং ফু’ চলচ্চিত্রের একটি অংশ। ভিডিও নিয়ে কাঁদা ছোড়াছুড়ির ঘটনায় মাঠে নেমেছেন ‘ঘচাং ফু’ ছবির পরিচালক জয়রাজ ভট্টাচার্য। তিনি বলেন, ছবির যে ক্লিপিং ভাইরাল হয়েছে সেটি মাত্র ১৩ সেকেন্ডের। আসল ছবিতে এই দৃশ্য অনেক দীর্ঘ ছিল। কেউ কাঁচা হাতে ছবি দেখতে দেখতে মোবাইলে ভিডিও করে পোস্ট করেছেন। অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা! আমি পরিচালক হিসেবে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করব।

ভাইরাল হওয়া ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতাকে ঘিরে বডি শেমিং চলছে! যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি এই অভিনেতা।

সূত্র- আনন্দবাজার পত্রিকা ও এই সময়।  

জিএ/এম  

RTVPLUS