logo
  • ঢাকা মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১, ৫ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২০, ২১:৪৫
আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২২:৩৪

ঈদের পঞ্চম দিনে আরটিভিতে যে চমক আছে 

Drama scene.
নাটকের দৃশ্য।
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আরটিভি ঈদ অনুষ্ঠান সাজিয়েছে নতুনভাবে। ঈদের সাত দিনের অনুষ্ঠানে দর্শক পাবেন ভিন্ন মাত্রা। বুধবার (৫ আগস্ট) অর্থাৎ ঈদের পঞ্চম দিন আছে জমকালো আয়োজন। 

ঈদের পঞ্চম দিন যা দেখবেন- 

সকাল ১০টা ১০ মিনিটে দেখবেন বাংলা ছায়াছবি ‘বলো না ভালোবাসি’; অভিনয়ে: ফেরদৌস, শাবনূর, পূর্ণিমাসহ অনেকে।   

দুপুর ২টা  ১০ মিনিটে দেখবেন  বাংলা ছায়াছবি ‘সমাধী’; অভিনয়ে: শাকিব খান, শাবনূর প্রমুখ।   

বিকেল ৫ টায় দেখবেন টক শো রাজনীতির ছন্দে ঈদ আনন্দে। উপস্থাপক সৈয়দ আশিক রহমান, প্রযোজক বেলায়েত হোসেন।

বিকেল ৫ টা ৩০ মিনিটে দেখবেন একক নাটক ‘সেকেন্ড চেয়ারম্যান/ শুক্কুর ইজ গুড’; পরিচালনা: বর্ণনাথ; অভিনয়ে: মীর সাব্বির, উর্মিলা শ্রাবন্তী কর। 

সন্ধ্যা ৭টা ১০ মিনিটে দেখবেন একক নাটক ‘সময়’। এটি রচনা ও পরিচালনা করেছেন গৌতম কৈরী। অভিনয়ে আছেন এফ এস নাইম, নাদিয়া মিম প্রমুখ।

রাত ৯ টায় দেখবেন একক নাটক ‘খালেকের বউ নায়িকা হতে চায়’। এটি রচনা ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। অভিনয়ে আছেন মীর সাব্বির, সাদিয়া জাহান প্রভা, ফারুক আহমেদ, রাশেদ খান অপু প্রমুখ।

 

রাত ১০ টায় দেখবেন একক নাটক ‘ভেজ ননভেজ’। এটি পরিচালনা করেছেন বিশ্বজিৎ দত্ত, অভিনয়ে আছেন তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ। 

এছাড়া রাত ১১ টা ৩০ মিনিটে দেখবেন আরও একটি একক নাটক ‘ওস্তাদ আলিচাঁদ বক্সি’।  রচনা ও পরিচালনায় হিমু আকারম, অভিনয়ে: মীর সাব্বির, ফারিয়া শাহরিন প্রমুখ।


জিএ 

RTV Drama
RTVPLUS