logo
  • ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১ আশ্বিন ১৪২৭

করোনায় আক্রান্ত অভিনেতা নীল ভট্টাচার্য

  বিনোদন ডেস্ক

|  ০৪ আগস্ট ২০২০, ১৬:৩১ | আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১৬:৪৭
Neel Bhattacharya,
ছবিতে নীল ভট্টাচার্য।
টেলি সিরিয়াল কৃষ্ণকলি’র লিড তারকা নীল ভট্টাচার্য করোনায় আক্রান্ত হয়েছেন। এই সিরিয়ালের জন্য নিখিল নামেই দর্শকের কাছে পরিচিত তিনি।

হিন্দুস্তান টাইমসের খবর, দু-তিন দিন ধরেই স্বাদ-গন্ধের অনুভূতি চলে গিয়েছিল অভিনেতার। এই কারণেই করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন নীল। অবশেষে সেই রিপোর্ট পজিটিভ এসেছে। তবে খুবই সামান্য উপসর্গ রয়েছে অভিনেতার।  এই মুহূর্তে তার বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন নীল।

খবরে আরও বলা হয়, সোমবারও শুটিং করেছেন নীল। এদিন শুধুমাত্র তার ক্লোজ শটের দৃশ্যধারণ জোড়া হয়। ফলে ধারাবাহিকের অনান্য অভিনেতাদের কোয়ারেন্টিনে থাকতে হবে না। আপাতত শুটিং ফ্লোর থেকে বিদায় নিতে হয়েছে তাকে।

এদিকে প্রশ্ন উঠেছে  টেলিপাড়ায় করোনা সংক্রমণ যে গতিতে বাড়ছে তাতে কতদিন শুটিং চালিয়ে যাওয়া সম্ভব হবে তা সময়ই বলে দেবে।

অভিনেতা আশা প্রকাশ করেছেন শিগগিরই শুটিং ফ্লোরে ফিরবেন তিনি।

আরও পড়ুন: ‘যন্ত্রণাহীন মৃত্যু’ গুগলে সার্চ করেছিলেন সুশান্ত

এম

 

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৫৪৯৩ ২৬৫০৯২ ৫০৭২
বিশ্ব ৩,২১,৯৬,৬৫৫ ২,৩৭,৫১,১৩৪ ৯,৮৩,৬০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়