logo
  • ঢাকা শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৪ ফাল্গুন ১৪২৭

বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন রেকর্ড করলো বাংলাদেশ

Bangladesh, a new record, foreign, exchange reserves
 বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন রেকর্ড করলো বাংলাদেশ

চলতি বছরে করোনাকালীন সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড করেছে বাংলাদেশ। প্রথমবার বৈদেশিক মুদ্রা রিজার্ভ ৪২ বিলিয়ন বা চার হাজার ২০০ কোটি ডলার ছাড়িয়েছে।

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রিজার্ভ দাঁড়িয়েছে ৪২ দশমিক শুন্য ৯ বিলিয়ন ডলারে। এ পরিমাণ অর্থ দিয়ে ৯ মাসের বেশি আমদানি দায় মেটানো সম্ভব।

জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে আমদানি কমে ৮ দশমিক ৫৬ শতাংশ। তার ওপর চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত আমদানিতে আরও প্রায় ১৩ শতাংশ পতন হয়েছে। আমদানি কমলেও নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে রপ্তানিতে প্রায় এক শতাংশ প্রবৃদ্ধি আছে। আবার রেমিট্যান্স ৪১ দশমিক ১৮ শতাংশ বেড়েছে। করোনা সঙ্কট মোকাবেলায় এ সময়ে বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবিসহ বিভিন্ন সংস্থা থেকে ঋণ ও অনুদান এসেছে। সব মিলিয়ে রিজার্ভ অনেক বেড়েছে।

এফএ

RTV Drama
RTVPLUS