• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

ভারতে ৪৮ ঘণ্টার ব্যাংক ধর্মঘটে বিপাকে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ মে ২০১৮, ১৪:৫৮

ভারতে দুই শতাংশ বেতন বৃদ্ধি পছন্দ হয়নি ব্যাংক কর্মচারীদের। ফলে গেলো মাসের ঘোষণা অনুযায়ী আজ বুধবার থেকে টানা দুইদিন দেশজুড়ে ধর্মঘট শুরু করেছে ১০ লাখ ব্যাংককর্মী। খবর জি নিউজের।

মাসের শেষে ধর্মঘটের ফলে স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন বেতনভোগীরা। এর প্রভাব পড়েছে এটিএমএও। যদিও ব্যাংক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছিল, ধর্মঘটের আগেই এটিএমগুলোতে টাকা ভরে দেয়া হবে। আর অনলাইন ব্যাংকিংয়েও কোনও প্রভাব পড়বে না।

এর আগে ব্যাংক কর্মচারীরা ১৪-১৫ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানায়। কিন্তু এতে তীব্র আপত্তি জানায় ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন (আইবিএ)। দুই শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেয় আইবিএ। মূলত এরপরই ক্ষোভে ফেটে পড়েন ব্যাংক কর্মচারীরা। ভারতের ৯টি ব্যাংক সংগঠনের মিলিত ফোরাম দুইদিনব্যাপী ব্যাংক ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের ফলে বুধবার ও বৃহস্পতিবার দেশের ২ লাখ ১০ হাজার এটিএম-এ কোনও টাকা ভরা হবে না।

এদিকে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের ডাকে এ ধর্মঘটের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। সরকারি, রাষ্ট্রায়ত্ত, বেসরকারি মিলিয়ে কলকাতায় এদিন তিন হাজার দুইশ’ এটিএম বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন মানুষ।

--------------------------------------------------------
আরও পড়ুন : পাপুয়া নিউগিনিতে ফেসবুক বন্ধ!
--------------------------------------------------------

আজ বুধবার সকাল থেকেই কলকাতাজুড়ে সব এটিএমএ তালা ঝুলতে দেখা যায়। কোথাও কোনও টাকা নেই। টাকা তুলতে এসে হতাশ হয়ে ফিরে যান সাধারণ মানুষ। কাঠাফাটা রোদে পেনশন তুলতে এসে দুর্ভোগে পড়েন প্রবীণ নাগরিকরা। জেলা থেকে শহরে চিকিৎসা করাতে এসে, টাকা তুলতে না পেরে সমস্যায় পড়েন রোগী ও রোগীর পরিজনরা। ভোগান্তির একই ছবি ধরা পড়েছে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতেও।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিল্লি বিমানবন্দরে বাংলাদেশি গার্মেন্টসের রপ্তানি বাড়ায় ভারতীয় ব্যবসায়ীদের আপত্তি
৯ মে ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্রস‌চিব
বাইডেনের ‘জেনোফোবিক’ মন্তব্যে জাপান-ভারতের প্রতিবাদ 
ভারত থেকে আসবে পেঁয়াজ, এলসি খুলছেন ব্যবসায়ীরা
X
Fresh