• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

তেল-গ্যাসের দাম বাড়তে পারে ২০ শতাংশ: বিশ্বব্যাংক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ মে ২০১৮, ১৫:৪৯

চলতি বছর তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লার মতো জ্বালানি পণ্যের দাম ২০ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

এপ্রিল কমোডিটি মার্কেট আউটলুকে বিশ্ব দাতা সংস্থাটি বলছে, গত বছর আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল তেল বিক্রি হয়েছে গড়ে ৫৩ ডলারে। চলতি বছর তা বেড়ে ৬৫ ডলারে দাঁড়াতে পারে।

বিশ্বব্যাংক বলছে, বিশ্ববাজারে জ্বালানি চাহিদা বেড়ে যাওয়া ও তেলভিত্তিক রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের উৎপাদন কমানোর উদ্যোগের কারণে তেল বাজারে দর বেড়েছে।

এর আগে গত অক্টোবরে সার্বিকভাবে তেল, গ্যাস ও কয়লার মতো জ্বালানি পণ্যের দাম ১৬ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) গড় দাম (জাপানে সরবরাহের ক্ষেত্রে) প্রতি মিলিয়ন ব্রিটিশ থারমাল ইউনিট (এমএমবিটিইউ) ৮.৮০ ডলারে উন্নীত হতে পারে, যা ২০১৭ সালে ছিল ৮.৪ ডলার।

সংস্থাটি জানায়, ওপেক দেশগুলোর উদ্দেশ্যই ছিল, তেলের উৎপাদন কমিয়ে দাম বাড়ানো। এছাড়া ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপের শঙ্কা, ইরান ও সৌদি আরবের মধ্যে অস্থিরতা মার্চে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবারও বাড়ল বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম
বাড়ল ডিজেল, পেট্রল ও অকটেনের দাম
দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম
২৪ ঘণ্টার ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম
X
Fresh