• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

রোজার আগেই পাওয়া যাবে ভারতের পেঁয়াজ-চিনি  

আরটিভি নিউজ

  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২০
রোজার আগেই পাওয়া যাবে ভারতের পেঁয়াজ-চিনি  
ফাইল ছবি

রোজা শুরুর আগেই ভারত থেকে দেড় লাখ টন পেঁয়াজ ও চিনি আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আহসানুল ইসলাম বলেন, গত ১৪ ফেব্রুয়ারি ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু দেশটির মন্ত্রী জার্মানিতে অবস্থান করছেন। এ কারণে মিটিংয়ের তারিখ পিছিয়ে গেছে। তবে, রোজার আগেই ভারত থেকে পরিশোধিত এক লাখ টন চিনি ও ৫০ হাজার টন পেঁয়াজ আনা হবে।

তিনি বলেন, অশা করি রোজায় কোনো পণ্যের ঘাটতি হবে না। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) তেল ও চিনির দাম নির্ধারণ করে দেওয়া হচ্ছে। এছাড়া খেজুরের দাম নির্ধারনের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। অন্যান্য কৃষিপণ্যের দাম সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পণ্যের যথেষ্ট মজুত রয়েছে। বাজারে কোনো পণ্যের কমতি নেই। নানা ব্যবস্থা নেওয়ার ফলে কারসাজি বা মজুতদারি কমে আসছে।

আহসানুল ইসলাম বলেন, রমজানকে ঘিরে নিত্যপণ্যের পরিবহণ খরচ ও চাঁদাবাাজি ঠেকাতে কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। প্রয়োজনে নিত্যপণ্যের পরিবহণে ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিকেলে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানি করবে ভারত
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা
ভারতীয় অধিনায়কের মন্তব্যে খুশি জ্যোতি
X
Fresh