• ঢাকা বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১
logo
সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেপ্তার
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, ২ শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ে বিষাক্ত সাপের কামড়ে আদিত্য (৭) ও জান্নাত (১২) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামে ও সালান্দর ইউনিয়নের ইয়াকুবপুরে সাপের কামড়ে শিশু মৃত্যুর এ ঘটনা ঘটে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন। শিশু জান্নাত সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে ও আদিত্য সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ইয়কুবপুর গ্রামের সনাতনের ছেলে। জানা যায়, জান্নাত প্রতিদিনের মতো বাড়িতে ঘুমিয়ে ছিল। রাতে শোবার ঘরে সাপ ঢুকে তাকে কামড় দেয়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে পথিমধ্যেই তার মৃত্যু হয়। জান্নাত ওই এলাকার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে লেখাপড়া করতো। অন্যদিকে আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। সাপ কামড় দেওয়ার পর বেশ কয়েকবার বমি করে সে। এ সময় পরিবারের লোকেরা ঘরের ভেতর সাপ দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলে। সদর হাসপাতালে নেওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে দিনাজপুর যাওয়ার পথে মারা যায় আদিত্য। আদিত্য ওই ইউনিয়নের কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল। উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন বলেন, ‘দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কাম্য নয়। সকলকে আরও সচেতন হতে হবে।’
ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ৪
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
‘আইটি সেক্টর থেকে বছরে ২ বিলিয়ন ডলার রপ্তানি আয় হচ্ছে’
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
অবসর ভাতার দাবিতে অনশনে জনস্বাস্থ্য প্রকৌশলী
অবসরের ১৪ বছরেও মেলেনি বকেয়া বেতন ও অবসর ভাতা। তাই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে ঠাকুরগাঁওয়ে অনশনে বসেছেন ৭২ বছর বয়সী অবসরপ্রাপ্ত জনস্বাস্থ্য প্রকৌশলী বেলায়েত হোসেন।   শুক্রবার (১৪ জুন) সকাল থেকে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে অনশনে বসেন তিনি। বেলায়েত হোসেন ১৯৮৩ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকৌশলী হিসেবে যোগদান করেন। ২০১০ সালে তিনি অবসরে যান। তারপর থেকেই শুরু হয় জটিলতা। বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে ঘুরেও পাননি কাঙ্ক্ষিত সমাধান। দীর্ঘ ১৪ বছরেও মেলেনি অবসর ভাতা। অর্থাভাবে রোগের শোকে মানবেতর জীবনযাপন করছেন তিনি। বেলায়েত হোসেন বলেন, ‘আমিসহ আরও ১২ জন ১৯৮৩ সালে সরকারি প্রজেক্টের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরিতে যোগদান করি। পরে সরকারি নির্দেশনা মোতাবেক তাদের রাজস্ব খাতে স্থানান্তরিত করা হয়। কিন্তু বাকি ১২ জন ধারাবাহিকভাবে বেতনভাতা ও অবসরভাতা পেলেও আমার বকেয়া বেতনভাতা ও অবসরভাতা বন্ধ হয়ে রয়েছে। যা অমানবিক।’ বেলায়েত ১৯৮৩ সালে প্রথম চাকরিতে যোগদান করেন গাইবান্ধা জেলায়। ১৯৯২ সালে ঠাকুরগাঁওয়ে বদলি হয়ে আসেন এবং ঠাকুরগাঁও থেকেই ২০১০ সালে অবসরে যান। এরপর অবসর ভাতার জন্য আবেদন করলে চিঠির মাধ্যমে তাকে জানানো হয়, তার চাকরির বয়স ধরা হয়েছে ২০০০ সাল থেকে।  এর আগের ১৭ বছরের ভাতা ও অবসর ভাতা দেওয়া হবেনা। তার সমসাময়িক সকল সহকর্মীরা সবাই ধারাবাহিকভাবে বেতন ভাতা ও অবসর ভাতা পেলেও অজানা কারণে তার ক্ষেত্রে ঘটেছে নিয়মের ব্যত্যয়। বাধ্য হয়েই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে অনশনে বসেছেন তিনি।
ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত হাসিল আদায়, ৩ লাখ টাকা জরিমানা 
ঠাকুরগাঁওয়ে পশুর হাটে নির্ধারিত হাসিলের থেকে অতিরিক্ত হাসিল আদায় করায় মো. সারোয়ার হোসেন (৩৮) নামে একজনকে তিন লাখ টাকা জরিমানা ও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার (১৪ জুন) বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পশুর হাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফসানা কাওসার এ জরিমানা আদায় করেন।  সেখানে অতিরিক্ত হাসিল আদায়ের সত্যতা পেলে তিনি ‌‌‌ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাসিল আদায়কারী ওই ব্যক্তিকে জেল ও জরিমানা করেন। সারোয়ার হোসেন উপজেলার মধ্য চাড়ল গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফসানা কাওসার বলেন, ‘পশুর হাটে নির্ধারিত হাসিলের থেকে অতিরিক্ত হাসিল আদায় করায় ভোক্তা অধিকার আইনের ৪০ ও ৫৩ ধারায় আদায়কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে ফেরত আনতে না পেরে যুবকের ‘আত্মহত্যা’
ঠাকুরগাঁও শহরের পরিষদ পাড়ায় শ্বশুরবাড়িতে সতীষ ঋষি (২৯) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (৭ জুন) সকালে শ্বশুরবাড়ির পাশে একটি লিচু গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।  সতীষ দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার পুরিহালপুর গ্রামের বাবুল ঋষির ছেলে।  সতীয় ঋষির স্ত্রী আলো ঋষি বলেন, ‘বেশ কিছুদিন থেকে আমি বাবার বাড়িতে অবস্থান করছি। আমাকে নেওয়ার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় তার স্বামী ঠাকুরগাঁয়ে আসে। আমি স্বামীর বাড়ি যেতে না চাইলে রাত ৯টার পর বাড়ি থেকে বেরিয়ে যায়। সকালে বাড়ির পাশে তার ঝুলন্ত মরদেহ দেখা যায়।’ তবে পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানার ওসি এ বি এম ফিরোজ ওয়াহিদ। তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত বোঝা যাবে।’
ঠাকুরগাঁওয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
ঠাকুরগাঁও‌য়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক পু‌লিশ প‌রিদর্শকের মৃত্যু হ‌য়ে‌ছে। তার নাম মির্জা জাফরুল ইসলাম (৫১)।  রোববার (১২ মে) রাত ৯টায় ঠাকুরগাঁও জেনা‌রেল হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। জাফরুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলা সর্বমঙ্গলা গ্রামের মির্জা ইমরান আলীর ছে‌লে।  জানা যায়, তি‌নি সদ‌্য নীলফামা‌রী থে‌কে বদ‌লি হ‌য়ে ঢাকা উত্তরার আবদুল্লাপ‌ু‌রে ১১ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পু‌লিশ প‌রিদর্শক হি‌সে‌বে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চি‌কিৎসা কর্মকর্তা র‌কিবুল আলম চয়ন। তিনি ব‌লেন, রোববার বিকেল ৩টায় জাফরুল ইসলাম ব‌মি ও ডায়‌রিয়া নিয়ে হাসপ‌াতা‌লে ভ‌র্তি হন। এক‌টি স‌্যালাইন দেওয়‌ার পর তি‌নি সুস্থ‌ অনুভব ক‌রেন। একপর্যা‌য়ে বা‌ড়িও চ‌লে যে‌তে চান। ত‌বে রাত ৯টার দি‌কে হঠাৎ ক‌রে আবার ব‌মি শুরু হয়। এর ১০ মি‌নিটের ম‌ধ্যে তি‌নি মৃত্যুবরণ ক‌রেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মরদেহ হাসপাতাল থেকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার আশরাফুল আলম ব‌লেন, তার জানাজার সময় এখনও নির্ধারণ হয়‌নি। ত‌বে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে সোমবার বিকালে তা‌কে দাফন করা হ‌বে বলে শুনেছি। তার দুই ছেল, এক মেয়ে ও স্ত্রী ঠাকুরগাঁও শহ‌রের আশ্রমপাড়ায় ভাড়া বাসায় থাকেন।
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে তরুণের মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলায় করলাখেতে কাজ করার সময় বজ্রপাতে নিখিল বর্মন নামে এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার (১২ মে) দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মোলানীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিখিল সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মোলানীপাড়া গ্রামের অলন বর্মনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানার ওসি ফিরোজ ওয়াহিদ। তিনি বলেন, সদর উপজেলার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের সময় মোলানীপাড়া এলাকার বাসিন্দা অনল বর্মনের দুই ছেলে নিখিল বর্মন ও অকুল বর্মন নিজেদের করলাখেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিখিল বর্মনের মৃত্যু হয় এবং তার ভাই অকুল বর্মন দৌড়ে বাড়িতে এসে ঘটনাটি জানায়। এরপর পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলার মাদরাসা পাড়া থেকে নিখোঁজের দু’দিন পর বাড়ির পাশের গলি থেকে নিবিড় শেখ (১৩) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিবিড় ঠাকুরগাঁও পৌরসভার ১নং ওয়ার্ডের মাদরাসা পাড়া এলাকার বাসিন্দা ও পৌর শহরের ওমান প্রবাসী আব্দুস সালাম বাবলুর ছেলে। সে সালান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে পুলিশ। আটককৃত আলিফ এলাকার শিপন আলীর ছেলে ও লিখন একই এলাকার ফজর আলীর ছেলে। শনিবার (২০ এপ্রিল) সকালে বাড়ির পাশের গলিতে নিবিড়ের মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।  পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাড়ি থেকে খেলতে বের হয়ে আর বাড়িতে ফেরেনি নিবিড়। এ নিয়ে সদর থানায় জিডি, মাইকিং ও ইন্টারনেটে ব্যাপক প্রচার এবং খোঁজ করা হলেও তার সন্ধান মেলেনি। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত ওসি মো. ফিরোজ ওয়াহিদ জানায়, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানানো হবে।