• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo
আমার বাসায় না এসে কাদের দেশ ছেড়ে পালিয়েছেন: মির্জা ফখরুল
ঠাকুরগাঁওয়ে নার্সের ভুলে শিশুর মৃত্যু
ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে নার্সের ভুলে ৩ দিন বয়সী এক শিশু মারা গেছে বলে অভিযোগ উঠেছে।  সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে নাভির ইনজেকশন হাতের শিরায় পুশ করার কারণে শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ করেছেন স্বজনরা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন। নিহত শিশুর বাবা সাব্বির হোসেন ঠাকুরগাঁও পৌরশহরের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা।  এ বিষয়ে শিশুটির বাবা সাব্বির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘১৫ সেপ্টেম্বর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি করেছিলাম আমার সন্তানকে। সোমবার আমার বাচ্চাটা বেশি অসুস্থ হয়ে গেলে, আমি নার্সদের ডেকে নিয়ে আসি। চিকিৎসক সানিকোর্ড নামে একটি ওষুধ নিয়ে আসতে বলেন। আমি সঙ্গে সঙ্গে ওষুধটি নিয়ে আসি। একজন নার্স সেই ওষুধ সিরিঞ্জে করে নিয়ে হাতের ক্যানুলাতে পুশ করেন। কিছুক্ষণের মধ্যেই আমার সন্তান মারা যায়। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।’  এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন বলেন, ‘খবর পেয়ে শিশু ওয়ার্ডে যাই। ৩ দিন বয়সী শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা বিভাগীয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’ আরটিভি/এমকে/এআর
শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিহিংসার রাজনীতি: মামুনুল হক
সংস্কার বাস্তবায়ন হলে স্বপ্নের দেশ বাস্তবায়ন হবে: সারজিস আলম
নিহতের ৪৮ ঘণ্টা পর জয়ন্তের মরদেহ ফেরত দিলো ভারত
গুলিতে নিহত স্কুলছাত্রের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে কিশোরের মরদেহ নিয়ে গেল বিএসএফ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ধানতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শ্রী জয়ন্ত নামে (১৫) এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে বালিয়াডাঙ্গী উপজেলা ধনতলা সীমান্তের ৩৯৩নং পিলার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজির আহম্মদ। নিহত জয়ন্ত বালিয়াডাঙ্গী লাহীড়ির ধানতলা ইউনিয়নের বটতলী গ্রামের মহাদেবের ছেলে।  আহতরা হলেন- নিহত জয়ন্তের বাবা মহাদেব (৩৫) ও একই এলাকার দেবারুক (৩৬)। এ দিকে নিহতের স্বজনরা দাবি করেছেন, গুলি করে জয়ন্ত’র মরদেহ বিএসএফ নিয়ে গেছে। স্থানীয়রা জানান, এক দালালের পরামর্শে অবৈধভাবে ভারতে যেতে চেষ্টা করে ধনতলা ইউনিয়নের ১৮ থেকে ২০ জনের একটি দল। ভোরে ধনতলা বিওপির ৩৯৩নং পিলারসংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে ওপাড়ের ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তাদের মধ্যে জয়ন্ত নামে এক কিশোর নিহত হয়। এ সময় আরও দুজন আহত হলেও পালিয়ে যান তারা।  এ বিষয়ে ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজির আহম্মদ বলেন, ‘ঘটনা শুনেছি। কেন এমন ঘটনা ঘটেছে? তা খতিয়ে দেখা হচ্ছে। আহতদের বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।’ 
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, ২ শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ে বিষাক্ত সাপের কামড়ে আদিত্য (৭) ও জান্নাত (১২) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামে ও সালান্দর ইউনিয়নের ইয়াকুবপুরে সাপের কামড়ে শিশু মৃত্যুর এ ঘটনা ঘটে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন। শিশু জান্নাত সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে ও আদিত্য সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ইয়কুবপুর গ্রামের সনাতনের ছেলে। জানা যায়, জান্নাত প্রতিদিনের মতো বাড়িতে ঘুমিয়ে ছিল। রাতে শোবার ঘরে সাপ ঢুকে তাকে কামড় দেয়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে পথিমধ্যেই তার মৃত্যু হয়। জান্নাত ওই এলাকার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে লেখাপড়া করতো। অন্যদিকে আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। সাপ কামড় দেওয়ার পর বেশ কয়েকবার বমি করে সে। এ সময় পরিবারের লোকেরা ঘরের ভেতর সাপ দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলে। সদর হাসপাতালে নেওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে দিনাজপুর যাওয়ার পথে মারা যায় আদিত্য। আদিত্য ওই ইউনিয়নের কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল। উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন বলেন, ‘দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কাম্য নয়। সকলকে আরও সচেতন হতে হবে।’
ঠাকুরগাঁওয়ে সাবেক দুই এমপিসহ ৯১ জনের বিরুদ্ধে মামলা
ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কার আন্দোলন চলাকালে দোকানে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিদগ্ধ হয়ে চারজন নিহতের ঘটনায় সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এবং ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনসহ ৯১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে জামায়াত নেতা মো. ফজলে আলম ওরফে রাসেদ বাদী হয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের আদালতে এ মামলা করেন। এতে আসামি হিসেবে ৯১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশ দত্ত টিটো, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, রুহিয়া থানার আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথী সেন, সদর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আকরাম, বালিয়াডাঙ্গী উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ (চিকন বাবু),  সদর উপজেলা বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বনি আমিন, ছাত্রলীগ নেতা রয়েল বড়ুয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ্ এ্যাপোলো, পৌর কাউন্সিলর একরামুদৌল্লা, যুবলীগ নেতা ন্যাড়া সোহেল, রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুল ইসলাম, ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুমিনুল ইসলাম ভাসানী, ইউপি চেয়ারম্যান আকালু ডোঙ্গা, তাঁতীলীগের সভাপতি সাদেকুল ইসলাম প্রমুখ। এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এন্তাজুল হক গণমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডে ৪ জন নিহতের ঘটনায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছে ফজলে আসম রাসেদ নামে এক জামায়াত নেতা। আদালত পরবর্তীতে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
ঠাকুরগাঁওয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে মারামারির সময় সলিরাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  শনিবার (৩১ আগস্ট) সকালে জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের দানাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান।  তিনি বলেন, পারিবারিক বিরোধের জেরে সকালে দানাজারপুর গ্রামের সলিরামের পরিবারের সঙ্গে একই এলাকার সুশীলের পরিবারের মারামারি হয়। মারামারির একপর্যায়ে সলিরাম অসুস্থ হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। মারামারিতে আহত হয় কান্ত নামে আরও একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পীরগঞ্জ থানার ওসি খাইরুল আনাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
বিএসএফের গুলিতে একজনের মৃত্যুর অভিযোগ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোর রাতে উপজেলার ফকিরগঞ্জ সীমান্তে এ ঘটনা ঘটে।  ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করছেন। তবে বিজিবি বলছেন, বিষয়টি তারা শুনেছেন। সত্যতা যাচাই চলছে। স্থানীয়দের বরাত দিয়ে উপজেলার সেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, গভীর রাতে ফকিরগঞ্জ সীমান্তের ৩৪২ এর ৭ এস পিলার এলাকায় গুলি করে বিএসএফ। এতে এক জনের মৃত্যু হয়। বিএসএফ তার লাশ ভারতে নিয়ে গেছে। মারা যাওয়া ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। বিজিবির ফকিরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া জানান, তারা শুনেছেন। কিন্তু নিশ্চিত নয়। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন তারা। উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম জানান, বিজিবি বিষয়টি নিশ্চিত করেনি। তবে গুলিতে একজন মারা যাওয়ার কথা তিনিও শুনেছেন।
ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ৪
ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রশের সময় তিনটি মোটরসাইকেলসহ চারজনকে আটক করেছে বিজিবি। সোমবার (২৬ আগস্ট) দুপুরে জেলার পীরগঞ্জ উপজেলার দিনাজপুর সীমান্তে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, পীরগঞ্জ উপজেলার দস্তমপুর গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে জীবন রায়, হরসুয়া গ্রামের হরমোহন রায়ের ছেলে শুভ, দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার কংসারা রুহিগাঁও গ্রামের নরেশের ছেলে হরিদাস চন্দ্র এবং একই থানার কৃষ্ণপুর গ্রামের দীলিপের ছেলে পদন চন্দ্র রায়। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দিনাজপুর বিওপি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার রেজাউল বলেন, দুপুরে দিনাজপুর সীমান্তের ৩৪০-এর ৩ এস পিলার এলাকা দিয়ে হিন্দু ধর্মের বেশ কিছু মানুষ অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি এবং বিএসএফ তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে পালানোর সময় ওই চারজনকে তিনটি মোটরসাইকেলসহ আটক করে বিজিবি। পরে তাদের দিনাজপুর ক্যাম্পে আনা হয়।  দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম বলেন, অবৈধভাবে ভারতে পারাপারের সময় আটককৃত চারজনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে থানায় সোপর্দ করা হবে।