• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে যুবক নিহত
ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় শীতবস্ত্র পেলেন ৪০০ শীতার্ত
ঠাকুরগাঁওয়ে মাত্র ৫ টাকায় শীতবস্ত্র পেলেন ৪০০ শীতার্ত মানুষ। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা স্কুল বড়মাঠে জেলার ‘সহায়’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ আয়োজন করে। এ সময় সদর উপজেলার নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি ও সহায় সংগঠনের উপদেষ্টা লুৎফর রহমান মিঠু, ডা. শুভেন্দু কুমার দেবনাথ, সহায়-এর আহ্বায়ক শামিমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেন সাগরসহ অন্যরা উপস্থিত ছিলেন। কনকনে এই শীতে ৫ টাকায় সহায় সংগঠনের শীতবস্ত্র পেয়ে খুশি শীতার্তরা। সহায়-এর আহ্বায়ক শামিমুল ইসলাম বলেন, ‘সহায় সংগঠনটি দীর্ঘদিন থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’ আরটিভি/এমকে-টি
সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
শৈশবের বন্ধুদের সঙ্গে আনন্দ-আড্ডায় মির্জা ফখরুল, শোনালেন আবৃত্তি
ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে ধরা পাসপোর্ট অফিসের কর্মকর্তা
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ভারত যেন আমাদের অশান্তির কারণ হয়ে না দাঁড়ায়: জামায়াত আমির
ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ হয়ে না দাঁড়ায় সেদিকে বিশেষ নজর দিতে প্রতিবেশী দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে জামায়াতের এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।  জামায়াত আমির বলেন, ভারত যেন আমাদের অশান্তির কারণ হয়ে না দাঁড়ায়। মাঝে মধ্যে তারা সীমানা অতিক্রম করে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করে। তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেয়। আমরা আগামীতে আর আমাদের তরকারিতে কাউকে লবণ দিতে দেবো না। এ সময় প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন না করারও আহ্বান জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। মানুষকে তাদের অধিকারের জন্য ছুটতে হবে না। অধিকার ঘরে ঘরে পৌঁছে যাবে। ডা. শফিক বলেন, ডামি সরকার হওয়ার কারণে আওয়ামী লীগ এক ফুঁৎকারেই উড়ে গেছে। তাদের শাসনামলে হওয়া খুন, গুম, লুটপাটের বিচার করে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে। যারা চুরি করেছেন, দেশের টাকা পাচার করেছেন তাদের বিচার করতে হবে এবং পাচার করা টাকা ফেরত এনে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। জামায়াত আমির বলেন, ১৯৭২ সাল থেকে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংগঠিত সব অপরাধের তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আওয়ামী লীগ সংখ্যালঘু-সংখ্যাগুরু ধুয়া তুলে কায়দা লুটে সংখ্যালঘুদের সর্বনাশ করে ইসলামপন্থীদের ওপর দায় চাপিয়েছে।  সমতার ভিত্তিতে সব জেলার উন্নয়ন করতে হবে মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। এটি বৈষম্য করা হয়েছে। আগামী একনেকে ঠাকুরগাঁওয়ের জন্য যে কোনো একটি প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম ও জেলা জামায়েতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন। আরটিভি/এমকে/এস
দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ
দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এসে এ কথা বলেন তিনি। উপদেষ্টা আসিফ বলেন, এত দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি। দেশের সংস্কার শেষে সরকার নির্বাচনের দিকে যাবে। তিনি বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব জেলা-উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রম চলছে। বালিয়াডাঙ্গী উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে।  এ সময় উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ ঘোষণা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, এ ছাড়া আমরা আহতদের সঙ্গে বসে গল্প করেছি। তাদের চিকিৎসা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করব। সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সঙ্গে জড়িতের বিষয়ে উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। এসব নিয়ে আমরা কাজ করব। এ সময় জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা সরদার শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন। আরটিভি/এসএপি-টি
বন্ধ হলো বাংলাদেশ-ভারত সীমান্তে বাসিন্দাদের মিলনমেলা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল-হরিপুরের ঐতিহ্যবাহী পাথরকালীতে বাংলাদেশ-ভারতের সীমান্ত এলাকার বাসিন্দাদের মিলনমেলা এবার হচ্ছে না। দুই দেশের এই মিলনমেলা আগামী শুক্রবার (৬ ডিসেম্বর) হওয়ার কথা ছিল।  রোববার (১ ডিসেম্বর) রাণীশংকৈল উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে এক জরুরি ঘোষণায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  ঘোষণায় বলা হয়, আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী পাথরকালী মিলনমেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে ওই দিন কাউকে সেখানে না যাওয়ার অনুরোধ করা হলো। জানা গেছে, রাণীশংকৈল ও হরিপুর উপজেলার চাপাসার তাজিগাঁও সীমান্তের নিভৃত গ্রাম টেংরিয়ার গোবিন্দপুর কুলিক নদীর পাড়ে প্রতি বছর এ ঐতিহ্যবাহী পাথরকালীর মেলাটি হয়। সেখানে বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের দুই পাশে দুই দেশের প্রায় ২০ থেকে ৩০ হাজার নারী-পুরুষ উপস্থিতি হন। ওই স্থানে এবার বিশৃঙ্খলা, মারামারিসহ অপ্রীতিকর ঘটনার শঙ্কা রয়েছে মর্মে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী পাথরকালী মিলনমেলা নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। এ ছাড়াও দুই দেশের বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে মেলা ও কাঁটাতারের নিকটবর্তী এলাকায় জনসমাগম না করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।  উল্লেখ্য, কয়েক যুগ ধরে হরিপুর-রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী কুলিক নদীর ধারে কালীপূজার আয়োজন করে আসছেন হিন্দু ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে সেখানে বসে মেলা। আরটিভি/এএএ/এস
পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রীর
ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফারহানা সরকার নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।  মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও রোড ওয়াবদা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত ফারহানা সরকার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কালিতলা গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে। সে ঠাকুরগাঁও সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। পরীক্ষা শেষে সে বাড়ি ফিরছিল। আহতরা হলেন- সদর উপজেলার শিবগঞ্জ এলাকার জসিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০), আকচা ইউনিয়নের আব্দুল আজিজের মেয়ে মুক্তা (৫০), জামালপুর ইউনিয়নের ফুটকিবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রিদম (১৫) ও পীরগঞ্জ উপজেলার মো. আতিয়ারের রহমানের ছেলে সাজু ইসলাম (২৪)।  স্থানীয়রা জানান, শিবগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ঠাকুরগাঁও থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে স্কুলছাত্রী মারা যায়। চলন্ত ট্রাকটি একটি চা দোকানে ঢুকে যায়।  ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন বলেন, আহতদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।   ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনা এক স্কুল শিক্ষার্থী মারা গেছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আরটিভি/এএএ
ঠাকুরগাঁওয়ে নানান আয়োজনে হানাদারমুক্ত দিবস পালন
আজ ৩ ডিসেম্বর, ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের ২ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াইয়ের মুখে পাকিস্তান হানাদার বাহিনী শহর ছেড়ে দিনাজপুরের বীরগঞ্জের দিকে পিছু হটতে থাকে। অবশেষে ৩ ডিসেম্বর ভোরে শত্রুমুক্ত হয়ে চৌরাস্তায় বিজয় পতাকা উড়িয়ে দেওয়া হয়। এই বিজয় ছিনিয়ে আনতে জেলায় দশ হাজারেরও অধিক মানুষকে প্রাণ দিতে হয়েছিল। পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছিল দুই হাজার মা-বোনকে।  দিবসটিকে ঘিরে নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন, উদীচী শিল্পীগোষ্ঠী ও পীরগঞ্জ প্রেসক্লাব রাত ১২টা ১ মিনিটে অপরাজেয় ৭১ স্মৃতিসৌধে শহীদের শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বালন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ের পাবলিক লাইব্রেরির মাঠে শহীদ বুদ্ধিজীবী নাম ফলকে এবং পীরগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা ও আলোচনাসভা করা হয়। এতে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেয় আরটিভি/এএএ-টি
নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের ৫ দিন পর লাবণ্য আকতার (৫) নামে এক স্কুলছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার কোষাডাঙ্গীপাড়া গ্রামে আঁখ খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার (২৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম। পুলিশ জানায়, কোষারানীগঞ্জ ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের বেলাল হোসেনের মেয়ে ও কোষামন্ডলপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী লাবন্য আকতার গত ২৩ নভেম্বর বিকেল থেকে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সন্ধ্যার আগে বাড়ির পাশের আঁখ খেতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তার বাবা ঘটনাস্থলে এসে মেয়ের মরদেহ শনাক্ত করেন। রাতেই মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লাবণ্যের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা করেছেন। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।’ আরটিভি/এমকে