• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo
রাণীশংকৈলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পান খাওয়ার মতো: ইসি রাশেদা 
প্রতিদ্বন্দ্বিতাহীন ভোটার ছাড়া ভোট, চুন ছাড়া পান খাওয়ার মতো বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এ সময় তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে ভোটারদের ভোটকেন্দ্রে আনার পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানান।  সোমবার (২৯ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।  নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদের প্রার্থীদের সমান চোখে দেখার নির্দেশনা দেন। সেইসঙ্গে সংবাদমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।  এ সময় সভায় জেলা প্রশাসক মাহবুবুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। 
নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ঈদে মেয়ে ও জামাইকে কাপড় দিতে না পেরে আত্মহত্যা
কুলিক নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
রং খেলার সময় অটোচাপায় শিশুর মৃত্যু
দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ তরুণের
ঠাকুরগাঁও সদরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরও তিন আরোহী। মুমূর্ষু অবস্থায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বিকালে সদরের বড় খোঁচাবাড়ী-বেগুনবাড়ী সড়কের দৌলতপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-জগন্নাথপুর  ইউনিয়নের দৌলতপুর এলাকার নুর ইসলামের ছেলে নয়ন  ইসলাম (১৪) ও বেগুনবাড়ী এলাকার রিয়াজুল  ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান(২৬)। স্বজনরা জানায়, নিহত নয়ন বাড়ি থেকে মোটরসাইকেলে করে খোঁচাবাড়ি বাজারে যাচ্ছিলেন। একই সময় বেগুনবাড়ি এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান ও তার তিন বন্ধু বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে খোঁচাবাড়ী-বেগুনবাড়ী সড়কের দৌলতপুর এলাকায় পৌঁছালে ওই দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়ন মারা যায়। এ সময় স্থানীয় লোকজন মোস্তাফিজুর ও তার সঙ্গীদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পর মোস্তাফিজুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।  এ ঘটনায় গুরুতর আহত তিন মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।  
পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যুর অভিযোগ 
ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আকরাম হোসেন নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৮ এপ্রিল) দুপুরে হরিপুর থানায় এ ঘটনা ঘটে।  আকরাম হোসেন হরিপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও একই উপজেলার হাটপুকুর গ্রামের আব্দুল তোয়াবের ছেলে। আকরামের পরিবারের লোকজন জানান, রোববার দিবাগত রাতে আকরামকে আটক করে হরিপুর থানায় নিয়ে যায় পুলিশ। এরপর থানা হাজতে তাকে আটক রাখা হয়। সোমবার দুপুরে পুলিশ হেফাজতে থাকাবস্থায় থানাতেই তার মৃত্যু হয়। এ সময় পুলিশি নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে গণমাধ্যমের কাছে অভিযোগ করেন স্বজনরা।  তবে হরিপুর থানার ওসি আব্দুল লতিফ শেখে জানান, ১১০ পিস টাপেনটাডল ট্যাবলেটসহ আকারম হোসেন ও অপর দুজনকে আটক করা হয়। থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সোমবার দুপুরে আসামিদের ঠাকুরগাঁও আদালতে পাঠানোর সময় আকরাম হোসেন অসুস্থবোধ করেন। চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গেই তাকে হরিপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকতা ডা. শামিমুজ্জামান বলেন, থানা পুলিশ চিকিৎসার জন্য একজনকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালের আসার পূর্বেই তার মৃত্যু হয়। কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বিষয়টি তারা তদন্ত করে দেখছেন।
মাথায় গাছ পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গাছ পড়ে মো. ইসমাইল হোসেন (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মার্চ) দুপুরে উপজেলার কুমারগঞ্জ বাজারের কাছে বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কে দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।   নিহত ইসমাইল হোসেন বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের মৃত বজির উদ্দিনের ছেলে। তিনি লাহিড়ী ভূমি রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। নিহতরে চাচাতো ভাই মকিম উদ্দিন সরকার বলেন, ইসমাইল হোসেন নেকমরদ বাজারে কাজ শেষে মোটরসাইকেল নিয়ে রাণীশংকৈলে তার শ্যালিকার বাড়ি যাচ্ছিলেন। কুমারগঞ্জ এলাকায় সড়কের ধারে গাছ কাটছিলেন কয়েকজন। মোটরসাইকেলটি সেখানে পৌঁছালে গাছটি ইসমাইল হোসেনের মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাণীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, কুমারগঞ্জ এলাকার মো. কামাল উদ্দিন বাড়ির পাশে ও সড়কের ধারে একটি নিম গাছ কাটছিলেন। এ সময় গাছটি পড়ে দুর্ঘটনাটি ঘটে।   
শিশু ধর্ষণের চেষ্টা / মামলা করায় বাড়ির রাস্তা বন্ধ করে দিলো আসামিরা
ঠাকুরগাঁওয়ে প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার মামলা করায় ভুক্তভোগী পরিবারকে একঘরে করে রাখা হয়েছে। আসামিরা বাদির বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারটি বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানালেও কোনো প্রদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি। ঘটনাটি ঠাকরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা উত্তর কুড়ালিপাড়া গ্রামের। মামলা সূত্রে জানা যায়, ১৬ জানুয়ারি বিকেলে পেঁয়ারা দেওয়ার লোভ দেখিয়ে প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থীকে বাড়িতে ডেকে নেয় প্রতিবেশী এক কিশোর (১৭)। ঘরে নিয়ে গিয়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি বাড়িতে ফিরে বিষয়টি পরিবারকে জানায়। এ ঘটনায় ১৮ জানুয়ারি ওই কিশোরকে আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে ভুক্তভোগী শিশুটির বাবা।   পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ওমর ফারুককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আদালতে ওই শিশু শিক্ষার্থী ২২ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনার বর্ণনাও করেছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আসামি জামিনে কারাগার থেকে বেরিয়ে আসার পরপরই তার পরিবারের লোকজন মামলাটি আপোসের জন্য চাপপ্রয়োগ করতে থাকে। আপোসে রাজি না হওয়ায় বাড়ির পশ্চিম পাশে যাতায়াতের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে রেখেছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল হক বলেন, মামলার বাদী জানিয়েছে তাদের যাতায়াতের রাস্তা আসামির লোকজন বন্ধ করে দিয়েছে। বিষয়টি আমরা দেখছি। রাস্তা খুলে দেওয়ার জন্য আমরা কাজ করতেছি। এ বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদের ঠাকুরগাঁও জেলা শাখা সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য সুচরিতা দেব গণমাধ্যমকে বলেন, আমি সেই জায়গায় গিয়েছিলাম এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এই জায়গাটি দীর্ঘ ৪০ বছর ধরে এলাকাবাসী রাস্তা হিসেবে ব্যবহার করে আসছে। তিনি আরও বলেন, এর মধ্যে সরকারি মাটি ভরাট করা হয়েছে। এই মামলার প্রেক্ষিতে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবারটি এখন এক ঘরে হয়ে আছে। এখন পর্যন্ত যেহেতু রাস্তার তারা খুলে দেয় নাই আমরা ঠাকুরগাঁও জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেব। খুব তাড়াতাড়ি যেন সেই পরিবারের যাতায়াতের রাস্তাটি খুলে দেওয়া হয়। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ওসি ফিরোজ ওয়াহিদ গণমাধ্যমকে বলেন, বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। আমরাও এ বিষয়টা নিয়ে কাজ করতেছি।  সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমি সংবাদমাধ্যমে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেব।
ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু
ঠাকুরগাঁও সদরে চালকলের বয়লার বিস্ফোরণে দগ্ধ মো. চিহারু ইসলাম (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার সকালে সদর উপজেলার রুহিয়ায় হাসকিং মিলে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়‌টি গণমাধ্যমকে নি‌শ্চিত ক‌রে‌ছেন রু‌হিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলফামুল ইসলাম। তিনি ব‌লেন, বিস্ফোরণের ঘটনায় অভিযোগ পে‌লে তদন্ত করা হ‌বে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ। জানা যায়, রুহিয়ায় হাসকিং মিলে ধানসিদ্ধ করছিলেন চিহারুসহ অন্য শ্রমিকেরা। এ সময় হঠাৎ করে বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হলে দগ্ধ হয় চিহারু। তার শরীরের ৩০ শতাংশ ঝলসে গিয়েছিল। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়। স্থানীয় ইউ‌পি চেয়ারম্যান ম‌নিরুল হক গণমাধ্যমকে ব‌লেন, চাতা‌লে বয়লারে তাপ পরিমাপের ব্যবস্থা নেই। তাই পানির তাপমাত্রা বাইরে থেকে বোঝা যায় না। সময়মতো গরম পানির বাতাস বের না হওয়ায় বয়লার‌টি বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।  
প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় প্রেমিকের আত্মহত্যা
প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় অভিমানে প্রেমিক অনিমেষ চন্দ্র (১৬) নামে ঠাকুরগাঁওয়ের এক কিশোর আত্মহত্যা করেছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পাশে কাঠাল গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত অনিমেষ চন্দ্র সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বগুলাডাঙ্গী আদর্শ পাড়া গ্রামের মৃত রমেশ চন্দ্রের ছেলে। জানা যায়, সুবর্ণা নামে এক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল অনিমেষের। হঠাৎ তার প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যায়। এ কারণে গত ৩-৪ দিন ধরে ওই তরুণী অনিমেষের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। এতে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।  সোমবার ভোর সাড়ে ৬টার দিকে বাড়ির আঙ্গিনা ঝাড়ু দেওয়ার সময় অনিমেষের মা কাঠাল গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে গাছ থেকে অনিমেষের মরদেহ উদ্ধার করেন। ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে অনিমেষ আত্মহত্যা করতে পারেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।