ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আইন লঙ্ঘন করে কাঠ পোড়ানোর অভিযোগে ডি আর ইটভাটা মালিক আকবর আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১০ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
পৌর শহরের চাপোড় এলাকার এ ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম বলেন, ডি আর ইটভাটায় জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে এমন অভিযোগের সত্যতা পাই আমরা। কাঠ পোড়ানোর সত্যতা পাওয়ায় ডি আর ইটভাটার মালিক আকবর আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর ভবিষ্যতে এ কাজ না করার জন্য সতর্ক করা হয়েছে।