• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু 
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রতিবন্ধী নারীর
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার খ্যানপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মমতা বেগম (৪৫) নামে এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের খানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতা বেগম (৪৫) পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমানপুর ধবলসুতী গ্রামের মৃত বছির উদ্দিনের মেয়ে। স্থানীয়রা জানান, বুধবার সকালে রেললাইনের ধারে গাছের পাতা কুড়াতে যায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী মমতা বেগম। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এ বিষয় বুড়িমারী রেলস্টেশনের মাস্টার নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি লালমনিরহাট জিআরপি থানাকে অবগত করেছি।
ফোনে কথা বলায় ব্যস্ত, ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু
পাটগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পাটগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 
পাটগ্রামে হালচাষের ট্রাক্টর উল্টে চালক নিহত 
বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক রবিউল ইসলাম টুকলু (৩৪) মারা যান। গতকাল রাতে মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আমানুজ্জামান আমান। এর আগে গতকাল রোববার রাত ১১টা ৪৫ মিনিটে ভারত-বাংলাদেশের পতাকা বৈঠকের মধ্য দিয়ে রবিউল ইসলাম টুকলুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিজিবি জানিয়েছে, সীমান্তের প্রধান পিলার ডিএমপি ৭ এর উপ-পিলার ৩১ হতে ৫০ গজ অভ্যন্তরে ভারতের তিনবিঘা করিডর স্থান দিয়ে রবিউলের মরদেহ ফেরত দেওয়া হয়। এ সময় নিহতের বড় ভাই আমিনুর রহমান, বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আমানুজ্জামান আমান, পাটগ্রাম থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, বিএসএফের অর্জুন কোম্পানি সদরের কমান্ডার গোপাল কৃষ্ণ পান্ডে, তিনবিঘা বিএসএফ ক্যাম্পের কমান্ডার শমসের সিং, কুচলিবাড়ি থানা পুলিশের ওসি অজয় রায় এবং দহগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
লালমনিরহাটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন
‘মিলে নবীন-পুরনো অংশীজন কাস্টমস করবে লক্ষ্য অর্জন’এ প্রাতিপাদ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশনে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন করা হয়েছে।  দিবস উপলক্ষে শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস কর্তৃপক্ষ। শুরুতে সকালে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের ওপারে ভারতের চ্যাংরাবান্ধা স্থল শুল্ক স্টেশন ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় উভয় শুল্ক স্টেশন, বিজিবি-বিএসএফ ও স্থল বন্দরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে সকাল ১১টায় বুড়িমারী স্থলবন্দরের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যুগ্ম কমিশনার মোহাম্মদ আরিফুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ। অন্যান্যদের মধ্যে বুড়িমারী কাস্টমসের সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসান, বুড়িমারী ইউনিয়নের চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠুসহ স্থানীয় ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।