• ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
logo
গোসলের সময় বজ্রপাতে শিশুর মৃত্যু
শেখ হাসিনার ওপর আল্লাহর গজব পড়েছে: দুলু
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ছাত্র-জনতা বা বিএনপির আন্দোলনে নয়, শেখ হাসিনার ওপর আল্লাহর গজব পড়েছে। সেই গজবে শেখ হাসিনা পালিয়ে গেছে। ছাত্র-জনতা বা বিএনপির আন্দোলন ছিল সেই গজবের উছিলা মাত্র। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাটের হাতীবান্ধা অডিটরিয়াম হলরুমে বিএনপির এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসাদুল হাবিব দুলু বলেন, আওয়ামী লীগের চেয়ে জাতীয় পার্টি বড় অপরাধী। কারণ আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে গত ১৬ বছর সহযোগিতা করেছে জাতীয় পার্টি। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণাসহ বীরের মযার্দা দেয়া হবে। এ সময় তিনি আগামী দুর্গাপূজায় আওয়ামী লীগ যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেদিকে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে কর্মিসভায় অন্যান্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মমিমুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, হাতীবান্ধা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
স্বামীকে হত্যার দায়ে স্ত্রী আটক
আইন ভেঙে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
শেখ হাসিনা অচল হয়ে গেছেন, তার আর মূল্য নেই: দুলু
চোখের জলও শুকিয়ে গেছে নিহত সুজনের পরিবারের
১৭ আগস্ট থেকে চলবে ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেন
কথা ছিল ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি আজ লালমনিরহাট স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। কিন্তু যান্ত্রিক ত্রুটি ও যমুনা সেতুতে কাজ চলার কারণে শেষ পর্যন্ত তা আর হয়নি। তবে শনিবার (১৭ আগস্ট) থেকে যথারীতি ট্রেনটি চলাচল করবে। লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নূরন্নবী ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের যান্ত্রিক ত্রুটি ও যমুনা সেতুতে কাজ চলার কারণে এটি আজ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। আগামী শনিবার থেকে যথাসময়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এর আগে, সহিংস ঘটনা এড়াতে ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় গত ৪ আগস্ট থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখে রেল মন্ত্রণালয়। তখন থেকেই রেলের অন্যান্য বিভাগের মতো লালমনিরহাট রেলওয়ে বিভাগও সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখে।
বিএনপির নেতাকর্মীরা সহিংসতা করলে ছাড় নয়: দুলু
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু বলেছেন, বিএনপি নেতাকর্মীরা কোনো ধরনের সংঘাত বা সহিংসতা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা সবসময় দেশের মানুষের কল্যাণ চাই, নিরাপত্তা দিতে চাই। তাই সবার পাশে দাঁড়াতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় বৃহস্পতিবার (৮ আগস্ট) দিনব্যাপী লালমনিরহাট শহরের বিভিন্ন মার্কেট ও পাড়া মহল্লায় শান্তির পদযাত্রা চলাকালে তিনি এ কথা বলেন। আসাদুল হাবিব দুলু বলেন, লালমনিরহাটবাসী আতঙ্কিত হবেন না। আপনারা যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সেজন্য আমার দলের নেতাকর্মীরা প্রয়োজনে রাত জেগে পাহারা দেবে। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি ও লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিবস্ত্র করে মারপিট, লজ্জায় আত্মহত্যা করলেন ছাত্রী
লালমনিরহাটে বিবস্ত্র করে মারপিট করায় এক কলেজছাত্রী (১৮) লজ্জায় আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গত বুধবার (২৪ জুলাই) তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।  শনিবার (২৭ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।  নিহত ছাত্রী লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বাসিন্দা। তিনি স্থানীয় কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন।  জানা যায়, এ ঘটনায় গত বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেন। মামলায় ১২ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা জানান, প্রতিবেশী মৃত শরিয়ত উল্লাহর ছেলে সুলতান মণ্ডল, সিরাজ আলী মণ্ডল ও শাহজাহান আলীর সঙ্গে ওই ছাত্রীর বাবার দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। ২৪ জুলাই সকালে হাঁস ফসল নষ্ট করতে গেলে তাড়িয়ে দেন ওই ছাত্রী। এ ঘটনার জেরে ধরে তাকে পিটিয়ে আহত করা হয়। কয়েকজন মিলে তার পরনের কাপড় ছিঁড়ে বিবস্ত্র করে ফেলে। গ্রামবাসীর সামনে বিবস্ত্র করায় ভীষণ লজ্জা পান ওই ছাত্রী। একপর্যায়ে দুপুরে ঘরের ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।  খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ বিষয়ে ওমর ফারুক বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে ওই ছাত্রীকে বিবস্ত্র করে মারপিট করা হয়েছে। এই লজ্জায় মেয়েটি আত্মহত্যা করেছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচণার দায়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ / লালমনিরহাটে ছাত্রলীগের ২ নেতার পদত্যাগ
লালমনিরহাটে স্বেচ্ছায় ছাত্রলীগের ২ নেতা পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তারা পদত্যাগ করেন। সোমবার (১৫ জুলাই) রাতে নিজেদের ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেন তারা। এ দুই নেতা হলেন, লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান আরিফ ও লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজমাউল খন্দকার। তারা জানান, সহিংসতা ও রক্তক্ষয়ের রাজনীতিবিরোধী তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ ইসলাম। তিনি বলেন, ‘ফেসবুকে পদত্যাগকারী ওই দুই নেতা ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। তারা ছাত্রলীগ নেতা হয়ে ভিন্ন মতাদর্শ লালন করেন। তারা ছাত্রলীগ থেকে স্বেচ্ছায় বেরিয়ে গেছে এতে আমরা খুশি। এরা ছাত্রলীগে কীভাবে ঢুকেছে এটি খতিয়ে দেখা হচ্ছে।’ এর আগে পদত্যাগ করা আরিফুজ্জামান আরিফ ফেসবুকে লেখেন, ‘আমি আরিফুজ্জামান আরিফ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট সদর উপজেলা এই পদে দীর্ঘ ছয় বছর ধরে দায়িত্ব পালন করে আসছি। আমি সজ্ঞানে এই পদ থেকে অব্যাহতি নিলাম। আমি বা আমার পরিবার কেউ মুক্তিযোদ্ধা না, আমরা রাজাকার।’ লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজমাউল খন্দকার তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি সর্বদাই শিক্ষাভিত্তিক রাজনীতি চর্চা করেছি। শিক্ষা ও জ্ঞান লাভ ছিল আমার পরম ব্রত। তবে আজকের আক্রমণাত্মক ছাত্ররাজনীতি আমায় ব্যথিত করেছে ও আমার সংবেদনশীল অনুভূতিতে আঘাত হেনেছে। সহিংসতা ও রক্তক্ষয়ের রাজনীতি আমার ব্যক্তিগত নৈতিকতাবিরোধী। তাই আমি সজ্ঞানে আমার মস্তিষ্কের দুইশ বিলিয়ন নিউরন ব্যবহার করে বিবেকের দাড়িপাল্লায় দাঁড়িয়ে আজ থেকে ছাত্ররাজনীতি থেকে সরে গেলাম এবং বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম।’
ভারতে অবৈধ অনুপ্রবেশ, ৪ বাংলাদেশি নাগরিক আটক 
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জাওরানী সীমান্ত মেইন পিলার ৯০৯ এবং সাব-পিলার ৫ দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (১৩ জুলাই) জাওরানী সীমান্তের লোহাকুচি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।  জানা যায়, ১৫ বিজিবির জাওরানী সীমান্তের লোহাকুচি এলাকার সীমান্ত পিলার ৯০৯/৫ এসএস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর জাওরানী সীমান্ত দিয়ে গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারত থেকে ফেরত আসার সময় বিজিবির টহল দল ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জাওরানী গ্রামের আবু হানিফ মিয়ার ছেলে রায়হান মিয়া (১৯), হারুন মিয়ার ছেলে বাবু মিয়া (১৮), বালাই চন্দ্র বর্মণের ছেলে রবি চন্দ্র বর্মণ (২৫) ও  বিষাধু চন্দ্র বর্মণ। বিজিবি আসামিদের হাতীবান্ধা থানায় সোপর্দ করেছে।  ঘটনার সত্যতা স্বীকার করেছেন হাতীবান্ধা থানার ওসি সাইফুল  ইসলাম। তিনি বলেন, ‘আসামিরা থানায় রয়েছেন। রোববার আদালতে তাদের সোপর্দ করা হবে।’ 
ইন্স্যুরেন্সের সাইনবোর্ড টাঙিয়ে অপকর্ম, প্রতিবাদে সংবাদ সম্মেলন
লালমনিরহাটের আদিতমারীতে ‘এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি’র ভুয়া সাইনবোর্ড টাঙিয়ে অপকর্মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটির জোনাল অফিস। শনিবার (১৩ জুলাই) দুপুরে লালমনিরহাট জোনাল অফিসে লিখিত বক্তব্যের মাধ্যমে এমন অপকর্মের তীব্র প্রতিবাদ জানান জোনাল ব্যবস্থাপক হাসানউল আজিজ। লিখিত বক্তব্যে তিনি বলেন, অফিসের অনুমোদন ছাড়াই স্বনামধন্য এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাইনবোর্ড টাঙিয়ে একটি কুচক্রী মহল পতিতাবৃত্তিসহ নানান অপকর্ম করে আসছে। ইতোমধ্যে সাইনবোর্ডটি অপসারণ করা হয়েছে। এ ধরনের বিভ্রান্তে সকল গ্রাহক-শুভানুধ্যায়ীদের সতর্ক থাকার অনুরোধ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে ডেপুটি জেনারেল ম্যানেজার রবিউল ইসলাম, শামীমা নাসরিন ও শাখা ব্যবস্থাপক তাজরুল ইসলাম উপস্থিত ছিলেন।