• ঢাকা রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
logo
ফেসবুকে পোস্ট, গাড়ি-বাড়ির মালিক হলেন বৃদ্ধ রিকশাচালক
গৌরীপুরে ১৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ৩টি পদে ১৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। এ সময় উৎসবমুখর পরিবেশে অনুসারী ও সমর্থকদের সঙ্গে নিয়ে প্রার্থীরা এই মনোনয়নপত্র দাখিল করেন।       ঘোষিত তফসিল অনুযায়ী রোববার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষদিনে সর্বমোট ১৫ প্রার্থী মনোনয়ন দাখিল করে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক আহমেদ।     এতে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চারজন ও ভাইস চেয়ারম্যান (নারী) পদে সাতজন প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে একজন জাতীয় পার্টির এবং বাকি সবাই আওয়ামী লীগের নেতা বলে জানা গেছে। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সোমনাথ সাহা, উপজেলা যুবলীগের সভাপতি সালাউল হক এবং সাবেক জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাশার। সেই সঙ্গে ভাইস চেয়ারম্যান (পুরুষ) আসনে প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান সোহেল রানা, গৌরীপুর সরকারী কলেজের সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন, সাবেক ছাত্রলীগ নেতা হারুন উর রশিদ পবিত্র, জাতীয় পার্টির নেতা জহিরুল হুদা লিটন।   এ ছাড়াও ভাইস চেয়ারম্যান (নারী) আসনে প্রার্থী হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান (নারী) সালমা আক্তার রুবি, পৌর প্যানেল মেয়র দিলুয়ারা দিলু, ছাত্রলীগ নেত্রী পরশমনি, নিলুফার ইয়াসমিন, তাসলিমা আক্তার কলি, মহিলা লীগ নেত্রী নুরজাহান আক্তার ও ফেরদৌসী নাসরিন।   সংশ্লিষ্ট নির্বাচন কমিশন সূত্র জানা যায়, এই নির্বাচনের মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল ২৪ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহার ৩০ এপ্রিল। এরপর ২ মে প্রতীক বরাদ্দ শেষে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণার পর আগামী ২১ মে (মঙ্গলবার) এই উপজেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
স্থগিত হওয়া ময়মনসিংহ-৩ আসনে জয়ী নৌকার নিলুফার 
ময়মনসিংহ-৩ আসনের স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
ময়মনসিংহ-৩ আসনের স্থগিত কেন্দ্রে ভোট আজ
ময়মনসিংহ-৩ / বন্ধ কেন্দ্রের ভোট কবে, জানালেন সিইসি
ময়মনসিংহ-৩ / এক কেন্দ্রের সব ব্যালট বাক্স ছিনতাই, বন্ধ পুরো আসনের ফল
ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ১০টি আসনের ফলাফল ঘোষণা করা হলেও একটির ফলাফল স্থগিত করা হয়েছে।  এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার (৭ জানুয়ারি) দিনভর নানা অনিয়ম-সংঘর্ষের ঘটনায় বন্ধ হয়ে যায় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ভোটগ্রহণ। বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের ৪০ নম্বর ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে। একইসঙ্গে কেন্দ্র দখল ও ভাঙচুর করে ছয়টি ব্যালট বাক্স ছিনতাই করার ঘটনাও ঘটেছে। ফলে এই এক কেন্দ্রের অনিয়মে আটকে গেল ময়মনসিংহ-৩ পুরো আসনের ফল। জানা গেছে, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নৌকা এগিয়ে থাকলেও একটি কেন্দ্রের ফলাফল বাতিল এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে ভোটের পার্থক্য এক হাজারেরও কম থাকায় ফলাফল স্থগিত রয়েছে। এ আসনে নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। নির্বাচনী অনিয়ম নিয়ে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নরোত্তম চন্দ্র রায় বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ চলছিল। তবে দুপুর আড়াইটার দিকে এক দুর্বৃত্ত এসে একটি কক্ষ থেকে একটি ব্যালট বাক্স ছিনতাই করে। তারপরও ভোটগ্রহণ চলছিল। বিকেল সোয়া ৪টার দিকে আরো লোকজন কেন্দ্রে হামলা ও ভাঙচুর করে। সব ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি সবাইকে একটি কক্ষে অবস্থান করার নির্দেশ দেন। সব ব্যালট বাক্স যেহেতু ছিনতাই হয়ে গেছে, সেখানে ভোট গণনার প্রশ্নই আসে না। তাছাড়া আমিতো এখানকার লোকাল না। তাই কাউকে চিনতে পারিনি। এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ওই কেন্দ্রের ফলাফল বাতিল করা হবে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।