• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
‘লাখ টাকায় ভাড়াটে শুটার এনে চেয়ারম্যানকে হত্যা করা হয়’
সড়কের পাশে পড়ে ছিল ছুরিবিদ্ধ কিশোরের মরদেহ
নড়াইলের লোহাগড়ায় পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় ফয়সাল মুন্সী (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।   সোমবার (১৩ মে) রাত ৯টায় লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা গ্রামে সাংবাদিক রূপক মুখার্জির বাড়ির পাশের  সড়ক থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়।  নিহত ফয়সাল মুন্সী উপজেলার লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহমেদ মুন্সীর ছেলে। তিনি পেশায় ইজিভ্যান চালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সাংবাদিক রূপক মুখার্জি লোহাগড়া পৌরসভার মারকাজুল মাদরাসার উত্তর পাশের সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় এক কিশোরের মরদেহ দেখে পুলিশে খবর দেন তিনি। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে। তবে কি কারণে কারা তাকে পিঠে ছুরিবিদ্ধ করে হত্যা করে ফেলে গেছে তা এখনও বিস্তারিত জানা যায়নি।  এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
নড়াইলে বজ্রপাতে কিশোরের মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় নিজ ঘরে মিলল বৃদ্ধার মরদেহ
নড়াইলের সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা, আটক ২
নড়াইলে সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগ নেতা খুন
নড়াইলে কালবৈশাখীর তাণ্ডব, শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত
নড়াইলের লোহাগড়া উপজেলার নওয়াগ্রাম, শালনগর, কাশিপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। বিধ্বস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি। শুক্রবার (১০ মে) সরেজমিন ওই এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৯ মে) বিকেলে লোহাগড়া উপজেলার বেশ কিছু এলাকায় দীর্ঘ সময় ধরে ঝড় হয়েছে। ঝড়ে বেশি ক্ষতি হয়েছে কাশিপুর ইউনিয়নের কাশিপুর, গণ্ডব, বাহিরপাড়া ও চালিঘাট গ্রামে। ঘূর্ণিঝড়ে ব্যাপক ঘরবাড়ি, গাছ ভেঙে তছনছ হয়ে যায়। অনেক জায়গায় রাস্তার ওপর গাছ পড়ে যান চলাচল ও জনসাধারণের স্বাভাবিক চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যুতের তার ছিঁড়ে গতকাল থেকে ওই এলাকা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান। তিনি বলেন, ঘূর্ণিঝড়ে এ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের ঘরবাড়ি ভেঙে এবং গাছপালা ভেঙে চরম ক্ষতি হয়েছে। পাকা ধান ও সবজিখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে ও তার ছিঁড়ে গেছে। অনেক এলাকা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। 
লোহাগড়ায় গরমে ১২ শিক্ষার্থী অসুস্থ, স্কুল ছুটি ঘোষণা
নড়াইলের লোহাগড়া উপজেলায় স্কুল খোলার দ্বিতীয় দিনে তীব্র গরমে ১২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এরমধ‍্যে ৬ জন জ্ঞান হারিয়ে ফেলে। এ ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে ওই স্কুল একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ইতনা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কলেজটির অধ্যক্ষ অনিন্দ্য সরকার।  প্রচণ্ড গরমে অসুস্থ শিক্ষার্থীরা হলো ৭ম শ্রেণির সাহারা, একই শ্রেণির রেজোয়ান, ৮ম শ্রেণির সিহাব, সোহাগ ও বায়োজিদসহ ১২ জন। ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তীব্র গরমের কারণে সকাল ১০টা থেকেই ইতনা স্কুল অ্যান্ড কলেজের অনেক শিক্ষার্থী অসুস্থ বোধ করছিল। দুপুর ১২টা পর্যন্ত ৭ জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে বিদ্যালয়ে চিকিৎসক এনে তাদের চিকিৎসা দেওয়া হয়। পরে তারা সুস্থ হয়ে বাড়ি যায়। স্থানীয় বাসিন্দা অশোক ঘোষ জানান, এক সপ্তাহ বন্ধের পর স্কুল খুলেছে। স্কুল খোলার দ্বিতীয় দিনে অতিরিক্ত গরমে ওই স্কুলের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। ছাত্রছাত্রীরা গরমের কারণে লেখাপড়া করতে পারছে না। তিনি স্কুল-কলেজে মর্নিং শিফট চালুর দাবি জানান। ইতনা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অনিন্দ্য সরকার বলেন, প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক এনে তাদের সুস্থ করে তাদেরকে বাড়ি পাঠানো হয়েছে।  তিনি আরও বলেন, এ ঘটনার পর লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে সোমবার একদিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে এবং মঙ্গলবার যথারীতি স্কুল খোলা থাকবে।  লোহাগড়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  তিনি বলেন, শিক্ষার্থীদের অসুস্থতার বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। ইতনা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। 
নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক পুকুরে, নিহত ১
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া-কুমড়ি সড়কে কুমড়ি গ্রামের পূর্বপাড়া এলাকায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ডুবে ফিরোজা বেগম (৪১) নামের একজন মহিলা যাত্রী নিহত হয়েছেন।  নিহত ফিরোজা বেগম উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের এনামুল শেখের স্ত্রী।  রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নিহত ফিরোজা বেগম বাড়ি থেকে বের হয়ে দিঘলিয়া-কুমড়ি সড়কে ইজিবাইকে করে দিঘলিয়া বাজারে আসছিলেন।  ইজিবাইকটি কুমড়ি পূর্ব পাড়ার ব্রিজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে ডুবে যায়। এ সময় ইজিবাইকের যাত্রী ফিরোজা বেগম পুকুরে ডুবে অজ্ঞান হয়ে পড়েন। পুকুর থেকে ফিরোজা বেগমকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। বর্তমানে মরদেহ লোহাগড়া থানা পুলিশ হেফাজতে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার দিঘলিয়া ইউনিয়নে কর্মরত পুলিশের বিট অফিসার অমিত বিশ্বাস। তিনি বলেন, ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ডুবে যায়। এতে একজন নারী মারা গেছেন। ওই নারীর মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। 
বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেললেন মাশরাফী, হলেন ম্যাচসেরা
মাশরাফী বিন মোর্ত্তজা ফিরলেন কৌশরের প্রিয় স্কুলে। স্কুলের দূরন্তপনায় যে সহপাঠীরা ছিল প্রাণের বন্ধু, তাদের নিয়ে টেপ টেনিস বলে ক্রিকেট খেললেন। ফিরে গেলেন সেই ছোট্টবেলায়।  নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩২টি ব্যাচের সাবেক শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে তিনদিনের টি-এইট ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে ১৯৯৯-এর হয়ে অংশ নিয়ে দলকে জেতাতে বল হাতে ১ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ৩০ রানও করেন।   দীর্ঘ সময় পর স্কুল বন্ধুদের দেখা পেয়ে আবেগাপ্লুত জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তার ভাষ্য, এই টুর্নামেন্টের উদ্দেশ তিনটা। এর মধ্যে অন্যতম ঈদের পরে পুনর্মিলনীর সঙ্গে ক্রিকেটকে উজ্জীবিত করা, যাতে আমাদের ছেলেরা অন্য কোনো বাজে দিকে মন না দিয়ে খেলায় ফিরতে পারে। সর্বোপরি এতগুলো ব্যচের ছেলেরা নিজেদের স্কুলের মাঠে খেলছে, এটা অনেক আনন্দের। আমি এবং আমার স্কুলের বন্ধুরাও খুব আনন্দ পেয়েছে এই টুর্নামেন্ট খেলে। ম্যাশ বলেন, সুস্থ সমাজ গঠনে যুব সমাজকে মাদকের পাশাপাশি অসামাজিক কার্যকলাম থেকে দুরে রাখতে হবে। তার মতে খেলাধুলাই পারে যুবকদের সঠিক পথে রাখতে। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম খেলায় ১৯৯৮ ব্যাচ প্রথমে ব্যাট করে মাশরাফীর দলকে ৭৩ রানের টার্গেট দেয়। জবাবে ১৯৯৯ ব্যাচ ৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৪ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়।  
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ৩
নড়াইলের লোহাগড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির অভিযোগে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে উপজেলার শালনগর ইউনিয়নের মন্ডলভাগ বাজারে এ ঘটনা ঘটে।  আহতরা হলেন উপজেলার শালনগর গ্রামের মৃত সামাদ খানের ছেলে নাহিদ খান, বেল্লাল শেখের ছেলে আরাফাত শেখ ও আলী হাসানের স্ত্রী মো. রোজিনা খানম। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৮ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত একটি টি-শার্ট পরেন স্থানীয় এক চা দোকানির ছেলে। এতে বিএনপিকর্মী আকিজের ছেলে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ কর্মী নাহিদ খান ঘটনার প্রতিবাদ জানান। ঘটনা গড়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল কাজী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা টুটুলের মধ্যে। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় শালনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. লাবু মিয়া স্থানীয়ভাবে দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সালিশ করেন। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা চেয়ারম্যানের বিচারে অসন্তোষ প্রকাশ করে বাগবিতণ্ডায় জড়ান। এ ঘটনার পর নাহিদকে মন্ডলভাগ বাজারে একা পেয়ে সংঘবদ্ধ হামলা চালিয়ে আহত করেন বিএনপিকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলার খবর শুনে পাল্টা হামলা চালান। ঘটনাস্থলে সংঘর্ষের মাঝে পড়ে আহত হন আরও দুজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।   আহত নাহিদ  বলেন, চেয়ারম্যান নৌকা প্রতীকের হলেও তিনি বিএনপিকর্মীদের প্রশ্রয় দেন। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার বিচার কি শুধু ধমক! আজকের এ ঘটনার মূলহোতা ইউপি চেয়ারম্যান লাবু মিয়া, উনি পেছনে থেকে কলকাঠি নেড়ে ঘটনাটি ঘটিয়েছেন।   এ দিকে আহত নারী রোজিনা খানম বলেন, ‘আমি বাজারে ওষুধ আনতে গিয়েছিলাম। ঝামেলা চলছিল দেখে তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে গেলে কে বা কারা আমার মাথায় কোপ দেয়। আমি মাটিতে পড়ে যাই। পরে আমার কিছু মনে নেই।’ অ্যাম্বুলেন্স চালক পিকুল মোল্যা বলেন, ‘শালনগর থেকে ফোন আসে মারামারিতে আহত রোগীকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে। আমি দ্রুত ঘটনাস্থলে গেলে রোগী নাহিদকে নিয়ে আধা কিলোমিটার পার হওয়ার পর প্রতিপক্ষের লোকজন পথ আটকে দেয়। তারা ইটপাটকেল মেরে আমার অ্যাম্বুলেন্সের গ্লাস ভেঙে দেন, পরিস্থিতি খারাপ দেখে আমি দ্রুত অ্যাম্বুলেন্স চালাই।’ শালনগর ইউপি চেয়ারম্যান মো. লাবু মিয়া সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্থানীয় পর্যায়ে সামাজিক দ্বন্দ্বের সালিশ করে উভয়পক্ষকে শান্ত থাকতে বলি। কিন্তু নাহিদ ও শিমুল বিচার নিয়ে বাজে মন্তব্য করেন। পরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।’  কী বিষয় নিয়ে বিরোধ হয়েছিল এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘কী নিয়ে বিবাদ তা ঠিক জানা যায়নি। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করা হয়েছে এমন অভিযোগের সালিশ করছেন কি না প্রশ্নে লাবু মিয়া বলেন, না এমন কোনো ঘটনা ঘটেনি।’   লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, সংঘর্ষের ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে এলাকায় পুলিশের অভিযান অব্যাহত আছে।
মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা 
নড়াইলের লোহাগড়া উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় মো. ইমন শেখ (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন। বুধবার (১০ এপ্রিল) সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের গোপাডাঙ্গা গ্রামের নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরের মরদেহ উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। মো. ইমন শেখ লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নে গোপাডাঙ্গা গ্রামের শাহাদত শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মোটরসাইকেল কেনার বায়না করে আসছিল ইমন। তবে তার পরিবারের লোকজন মোটরসাইকেল কিনে দিতে রাজি না হওয়ায় অভিমান করে মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমাতে চলে যায়। পরে আজ সকালে তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে লোহাগড়া থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।