• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo
কুষ্টিয়ায় আতাউর রহমান ও আল মাছুম মুর্শেদ চেয়ারম্যান নির্বাচিত
বিশ্বকবির স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতে রবীন্দ্রনাথকে স্মরণ
বিশ্বকবির পদস্পর্শে যে গ্রাম বিশেষ মর্যাদা ও পরিচিতি পেয়েছে, কুষ্টিয়ার সেই শিলাইদহ কুঠিবাড়িতে নানা অনুষ্ঠানমালায় রবীন্দ্রনাথকে স্মরণ করা হচ্ছে। কবির ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুঠিবাড়ির মঞ্চে আলোচনায় সভায় দুদিনের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রউফ। জেলা প্রশাসক এহতেশাম রেজার সভাপতিত্বে আলোচনায় বিশ্বকবির জীবন ও সাহিত্য কর্ম নিয়ে আলোচনা করেন রবীন্দ্র গবেষক সারোয়ার মুর্শেদ, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ। ১৮৯১ সালে জমিদারি দেখাশোনার জন্য শিলাইদহে আসেন রবীন্দ্রনাথ। পরবর্তীতে ছায়াশিতল পরিবেশে সাহিত্য কর্ম আর জমিদারি পরিচালনার জন্য বার বার কুঠিবাড়িতে ফিরে আসতেন রবীন্দ্রনাথ ঠাকুর।  এখানে বসে রচিত নোবেল জয়ী গীতাঞ্জলী ছাড়াও জাতীয় সঙ্গীতসহ অসংখ্য কালজয়ী কাব্য তাকে বিশ্বকবিতে পরিণত করেছে। আলোচনা শেষে বিকেলে সঙ্গীতানুষ্ঠান, নাটক প্রদর্শনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভার মধ্য দিয়ে দুদিনের এ অনুষ্ঠানমালা শেষ হবে।
কুষ্টিয়ায় চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু 
যুবকদের সিগারেট খেতে মানা করায় শিক্ষককে ছুরিকাঘাত
মাজা ভাঙা দল বিএনপি : হানিফ 
দুর্নীতি আছে, তবে বিএনপির মুখে এ অভিযোগ মানায় না : হানিফ
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, দুর্নীতি সব দেশেই আছে। এখানে যে নেই তা বলব না। তবে বিএনপির মুখে অন্য কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মানায় না। কারণ, তাদের আমলে পরপর পাঁচবার দুর্নীতিতে ১ নাম্বার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ।  রোববার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী আড্ডা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।  দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজার অস্থিতিশীল। এর ঢেউ এখানেও আছে। অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেলেই বাজার অস্থির করে ফেলেন। তবে সরকার এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে আশ্বস্ত করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় এ নেতা।  সিন্ডিকেট প্রসঙ্গে মাহবুবউল আলম হানিফ বলেন, ব্যবসায়ীরা রাজনীতি করতে পারেন, এতে কোনো বাধা নেই। ব্যবসায়ী হলেই যে সিন্ডিকেটে যুক্ত থাকবেন এ অভিযোগ সঠিক না।
কুষ্টিয়ায় আ.লীগ নেতার গুলিতে আহত ২, আটক ২
কুষ্টিয়ার মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের গুলিতে দুজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আতাহার আলীসহ দুজনকে আটক করেছে পুলিশ। মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে শনিবার (১৩ এপ্রিল) রাত ৮টায় এ ঘটনা ঘটে। মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাহার আলীর সঙ্গে তার মামাতো ভাই হাশেম কাজির সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ছিলো। গত জাতীয় নির্বাচনে এরা দুজন দুইপক্ষে কাজ করেছেন।  স্থানীয়রা জানান, এসব নিয়ে বিরোধে কথা কাটাকাটির এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন হাশেম কাজি (৪৮) ও ভ্যানচালক রেজাউল ইসলাম (৪০)। এরমধ্যে হাশেম কাজির অবস্থা গুরুতর। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়েছে।  এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, আতাহার আলীসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার লাইসেন্সকৃত অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  
কুকি চিন সন্ত্রাসী গোষ্ঠীকে কঠোরভাবে দমন করা হবে : হানিফ
কুকি চিন সন্ত্রাসী গোষ্ঠীকে কঠোরভাবে দমন করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। শুক্রবার (১২ এপ্রিল) কুষ্টিয়া পলিটেকনিক ইনিস্টিটিউটের প্রাক্তন শিক্ষর্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।  তিনি বলেন, কুকি চিন বা কেএনএফ যেই সন্ত্রাসী গোষ্ঠীই হোক না কেন তাদের জায়গা এই মাটিতে হবেনা। এই সন্ত্রাসী গোষ্ঠীদের কঠোরভাবেই দমন করা হবে। এ দেশে একসময় বাংলা ভাইসহ বড় বড় সন্ত্রাসী গোষ্ঠীর জন্ম হয়েছিলো, তাদেরকে যেভাবে নির্মূল করা হয়েছে এদেরকেও ঠিক সেভাবেই নির্মূল করা হবে। আর এসব সন্ত্রাসী গোষ্ঠীকে পেছন থেকে কারা মদদ দিচ্ছে তাদের খুঁজে বের করতে কাজ করছে সরকারি গোয়েন্দা সংস্থা।  তিনি আরও বলেন, যারা আজকে সরকারের বিরোধিতা করছেন তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সময় দেশের অর্থনৈতিক অবস্থা কেমন রেখে গিয়েছিলো? মাথাপিছু আয় ৫৩৫ মার্কিন ডলার থেকে বর্তমান সরকারের প্রচেষ্টায় তা এখন ২৮০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ চরম ব্যর্থ রাষ্ট্রের থেকে উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে। এটা যাদের ভালো লাগেনা তারাই আবোলতাবল কথা বলে। কুষ্টিয়া পলিটেকনিক ইনিস্টিটিউটের অধ্যক্ষ ও পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পুনর্মিলনী অনুষ্ঠানের সদস্য সচিব প্রকৌশলী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শেখ মেহেদী হাসানসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রায় প্রতিদিনই বেশির ভাগ মানুষ গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে : হানিফ
প্রায় প্রতিদিনই বেশির ভাগ মানুষ গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বুধবার (১০ এপ্রিল) দুুপুর ১২টায় কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মাহবুবউল আলম হানিফ বলেন, মফস্বল শহরে আগে হয়তো মানুষ মাসে একদিন গরুর মাংস দিয়ে ভাত খেত। এখন তো প্রায় প্রতিদিনই বেশিরভাগ মানুষ গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে।  ‘দ্রব্যমূল্যের কারণে মানুষের মনে ঈদের আনন্দ নেই’ বিএনপি নেতাদের এমন মন্তব্য প্রসঙ্গে মাহবুবউল আলম হানিফ বলেন, জনগণের মধ্যে ঈদের আনন্দ রয়েছে। গভীর রাতেও তারা ঈদের মার্কেটে ঘুরছে। ঈদ আনন্দ নেই শুধু বিএনপির। কারণ তারা অবৈধ পথে ক্ষমতায় যেতে পারেনি। দ্রব্যমূল্যের সঙ্গে সঙ্গে মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে।  মাহবুবউল আলম হানিফ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দৃশ্যমান উন্নয়ন অগ্রগতিতে দেশ এগিয়ে যাচ্ছে, এটা ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই। তবে এটি বিএনপি পছন্দ করে না। তাই তারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে। এ সময় কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি ডাক্তার মুসতানজীদ, সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আফরোজা আক্তার ডিউসহ অনেকে উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ায় এজেন্ট ব্যাংকে গ্রিল কেটে চুরির ঘটনা খতিয়ে দেখছে পুলিশ
কুষ্টিয়ায় ইসলামী ব্যাংকের এক এজেন্ট অফিসে গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অফিসের জানালার গ্রিল কেটে মোট ৫ লাখ ২৭ হাজার ৬৬৮ টাকা চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ। বুধবার (৩ এপ্রিল) সকালে ওই এজেন্ট ব্যাংকিং অফিস খোলার পর বিষয়টি নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।  এজেন্ট ব্যাংক শাখার ইনচার্জ শামসুল আলমের দাবি, চোররা ৫ লাখ ২৭ হাজার ৬৬৮ টাকা, চুরির সময় সিসিটিভি, ডিভাইসসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে। টাকা রাখার আলমারির তালা ভেঙে টাকা চুরি করেছে তারা।  কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, রাতের কোনো এক সময়ে গ্রিল কাটার ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি সাজানো কিনা, ব্যাংকের কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। অন্যান্য সিসিটিভির ভিডিও পর্যালোচনা করা হচ্ছে। পুরো বিষয়টি তদন্ত শেষে জানানো হবে। এ ঘটনায় এজেন্ট ব্যাংক শাখার ইনচার্জ শামসুল আলম থানায় অভিযোগ দিয়েছেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
কুষ্টিয়ায় ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি
কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ভল্টের তালা ভেঙে বিপুল পরিমাণ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় এ ঘটনা ঘটে।  বুধবার (৩ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ মো. শামসুল আলম। তিনি বলেন, আজ সকাল ৯টার দিকে ব্যাংকে এসে দেখি জানালার গ্রিল কাটা, ভল্টের তালা ভাঙা। ভল্টে রাখা ৫ লাখ ২৭ হাজার ৬৮৬ টাকা নেই। সিসিটিভির ভিডিও ফুটেজও নেই। আলমারি অগোছালো। রাতের কোনো এক সময় ব্যাংকে চুরির এ ঘটনা ঘটেছে। আমি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি। এ দিকে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ইসলামী ব্যাংকের এই এজেন্ট শাখার একটি জানালার গ্রিল কাটা। ভল্টের তালা ভাঙা, সিসিটিভি ক্যামেরা নেই। অগোছালো আলমারি। উৎসুক জনতার ভিড়ও ছিল চোখে পড়ার মতো।  এ বিষয়ে কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম বলেন, চুরির ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার তদন্ত চলছে। এখনও লিখিত অভিযোগ করা হয়নি।  উল্লেখ্য, বুধবার দুপুরে বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ব্যাংকে ডাকাতি করেছে অস্ত্রধারীরা। এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় ২ কোটি টাকা লুট করে অস্ত্রধারীরা।