ধারাবাহিক লোকসানের কারণে বন্ধ হয়ে যাওয়া কুষ্টিয়া সুগার মিল চালুর দাবি উঠেছে।
এ দাবিতে রোববার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মিল গেটে মানববন্ধন করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ।
সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও চিনি কলের শ্রমিক-কর্মচারী, আখ চাষি ও স্থানীয় লোকজন এতে অংশ নেয়।
বক্তব্যে সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, ‘এ অঞ্চলের গৌরব ও ঐতিহ্য কুষ্টিয়া সুগার মিল অবিলম্বে চালু করতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের লোকজনের লুটপাটের কারণে সীমাহীন লোকসানে পড়ে ২০২০ সালে সুগার মিল বন্ধ হয়ে যায়।’
কৃষক শ্রমিককে বাঁচাতে ও শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থান বাঁচাতে দ্রুত এ মিল চালুর দাবি জানান তিনি।