• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo
কুষ্টিয়ায় পাউবো সিন্ডিকেটের টেন্ডারবাজি ও অর্থ লোপাট বন্ধের দাবি
কুষ্টিয়ায় চিনিকল চালুর দাবি
ধারাবাহিক লোকসানের কারণে বন্ধ হয়ে যাওয়া কুষ্টিয়া সুগার মিল চালুর দাবি উঠেছে।  এ দাবিতে রোববার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মিল গেটে মানববন্ধন করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ। সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও চিনি কলের শ্রমিক-কর্মচারী, আখ চাষি ও স্থানীয় লোকজন এতে অংশ নেয়। বক্তব্যে সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, ‘এ অঞ্চলের গৌরব ও ঐতিহ্য কুষ্টিয়া সুগার মিল অবিলম্বে চালু করতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের লোকজনের লুটপাটের কারণে সীমাহীন লোকসানে পড়ে ২০২০ সালে সুগার মিল বন্ধ হয়ে যায়।’  কৃষক শ্রমিককে বাঁচাতে ও শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থান বাঁচাতে দ্রুত এ মিল চালুর দাবি জানান তিনি।
পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
কুষ্টিয়ায় শত কণ্ঠে জাতীয় সংগীত
কুষ্টিয়া-মেহেরপুর রুটে বাস চলাচল বন্ধ 
জেল থেকে পলাতক ২৫ মামলার আসামি গ্রেপ্তার
সংস্কার ছাড়া নির্বাচন দিলে সেটা অর্থবহ হবে না: জামায়াত আমির
দেশে সংস্কার ছাড়া নির্বাচন দিলে সেটা অর্থবহ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  রোববার (১ সেপ্টেম্বর) বেলা ১২টায় কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগর শিক্ষা পার্ক অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।  জামায়াত আমির বলেন, অতীত সরকারের সকল জঞ্জাল পরিষ্কারের পাশাপাশি একটি সুন্দর সভ্য দেশ গড়তে এবং অর্থবহ গণতান্ত্রিক পদ্ধতি চালু করতে যতটুকু সময় লাগবে অন্তর্বর্তী সরকারকে ততটুকুই দেওয়া হবে।  এ সময় জামায়াত আমির আরও বলেন, ইসলামী শাসন কায়েম হলেই এই দেশে মানুষ বসবাস করে গর্ববোধ করবে। ষড়যন্ত্র চলছে, তা মোকাবিলা করা হবে। জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে মতবিনিময়ে কুষ্টিয়া-যশোর অঞ্চলের নির্বাহী সদস্য ও পরিচালক মোবারক হোসাইনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য দেন। এ সময় কুষ্টিয়া-যশোর অঞ্চলের জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ১৪ পরিবারের মাঝে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান।
নাশকতার মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার
কুষ্টিয়ায় নাশকতার মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে মেহেদি হাসান জিকুকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। জিকু কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমানের ছেলে।  গত ১৭ জুলাই বিকেলে কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা মোড় এলাকায় কোটা আন্দোলন চলাকালীন যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।  র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, মেহেদি হাসান জিকু কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার বাসিন্দা। গত ১৭ জুলাই চৌড়হাস ফুলতলা মোড় এলাকায় কোটা আন্দোলন চলাকালীন নাশকতার ঘটনায় জড়িত ছিল। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ১৮ জুলাই তার বিরুদ্ধে মামলা করা হলে ২৫ জুলাই সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
‘গুলিসহ ভাইকে কবর দেওয়া হয়েছে’
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত হয়েছেন কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের মুদি দোকানি মো. ইজারুল হকের ছেলে মো. আলমগীর শেখ। বৃহস্পতিবার (২৫) জুলাই দুপুরে সরেজমিন আলমগীরের বাড়িতে যেয়ে দেখা যায়, তার বাড়ি মাতম চলছে। কাঁদতে কাঁদতে মূর্ছা যাচ্ছেন তার মা আলেয়া খাতুন। বৃদ্ধ বাবা ইজারুল হক কাঁদতে পারছেন না, তাকিয়ে আছেন অপলক। স্ত্রী রিমা খাতুনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারিদিক। এ সময় আলমগীরের ছোট ভাই আজাদ হক বলেন, ‘বন্ধুরা ভাইকে হাসপাতালে নিলেও ডাক্তার ছিল না। চিকিৎসা পায়নি। শরীর থেকে গুলিও বের করা হয়নি। গুলিসহ ভাইকে কবর দেওয়া হয়েছে।’ কাঁদতে কাঁদতে মা আলেয়া খাতুন বলেন, ‘আমার ছেলে খুব ভালো, ধার্মিক ছিল। গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকা লোকদের পানি খাওয়াতে গিয়েছিল। তখন হেলিকপ্টার থেকে পুলিশ তিনটি গুলি করে ছেলেকে মেরে ফেলেছে। আমার বেটা তো আর ফিরে আসবে না। এখন ওর বউ -ছোয়ালপাওয়াল দেখবি কিডা? বাড়িছাড়া জাগা-জমি কিচ্ছু নাই। ক্যাম্বা (কীভাবে) চলব? সরকার যদি একটু দেখতে তবেগা বাঁচতাম।’ স্ত্রী রিমা খাতুন বলেন, ‘চাকরির টাকায় সংসার চলতো না। সেজন্য ও (আলমগীর) অবসরে পাঠাও মোটরবাইক চালাতো। এখন তো সব শেষ। শ্বশুর-শ্বাশুড়ি, ছেলে, মেয়ে নিয়ে কি করে খাব?’ কোম্পানি ও সরকারের কাছে সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। বাবা ইজারুল হক বলেন, ‘আমি বুড়ো মানুষ। বড় ছেলেই ছিল সকলের ভরসা। ঘরের সঙ্গে ছোট দোকানে তেমন বেচাকেনা হয় না। খুব দুশ্চিন্তায় আছি পরিবার নিয়ে।’  জানা গেছে, প্রায় ২০ বছর আগে ঢাকায় পাড়ি জমান মো. আলমগীর শেখ। গত ৮ বছর ধরে ঢাকার রামপুরা এলাকায় হেলথকেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের একটি গাড়ির চালক ছিলেন। এতে যা বেতন পেতেন, তা দিয়ে তার ছেলে-মেয়ের পড়াশোনা, বাসা ভাড়াসহ সংসার চলতো না। সেজন্য তিনি অবসরে অ্যাপসভিত্তিক পাঠাও মোটরবাইক চালাতেন। তবে ১৯ জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রামপুরা বিটিভি ভবন এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। ময়নাতদন্ত ছাড়াই ২০ জুলাই গভীর রাতে অ্যাম্বুলেন্সে গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছে দেয় কোম্পানির লোকজন। আর ২১ জুলাই সকালে গ্রামের বাড়িতে সামাজিক কবরস্থানে মরদেহটি দাফন করা হয়। স্বজনদের দাবি, ১৯ জুলাই জুমার নামাজ শেষে স্ত্রীকে রান্নার কথা বলে রামপুরা এলাকায় নিজ কর্মস্থলের কার্যালয়ে গিয়েছিলেন আলমগীর। সেদিন হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে কিছু আন্দোলনকারী আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। তখন তিনি পানির বোতল নিয়ে আহতদের পানি পান করাতে যান। সে সময় হেলিকপ্টার থেকে ছোড়া তিনটি গুলি লাগে তার শরীরে। এতে আহত হন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, ‘ক্ষতিগ্রস্ত স্বজনদের খোঁজখবর নেওয়াসহ তালিকা করা হচ্ছে। সরকারিভাবে কোনো নির্দেশনা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পরীক্ষা খারাপ হওয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
কুষ্টিয়া শহরের একটি ছাত্রীনিবাস থেকে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই পরীক্ষার্থীর নাম তাসনিভু আক্তার জেমি (১৮)।  রোববার (১৪ জুলাই) ভোরে কালিশংকরপুরের ছাত্রীনিবাস থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, পরীক্ষা খারাপ হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জেমি। জানা গেছে, জেমি মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দধাম গ্রামের জাহিদুর রহমানের মেয়ে। সে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার সোনার বাংলা মসজিদের সামনে নাসিমা খাতুনের বাড়ির চারতলায় ছাত্রীমেসে প্রায় দেড় বছর ধরে থাকতো। সে কুষ্টিয়া সরকারি বালিকা কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। একাই এক রুমে থাকতো। ছাত্রীনিবাসের মালিক ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১৩ জুলাই) রাত ৩টার দিকে জেমির রুম থেকে চিৎকার শুনতে পায় মেসের ছাত্রীরা। তার রুমের দরজা বন্ধ ছিল। এরপর তার আর কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। বিষয়টি বাড়ির মালিক ও ওই ছাত্রীর বাবাকে জানানো হয়। দরজা বন্ধ থাকায় মেসের ছাত্রীরা ও বাড়ির মালিক তার দরজায় নক করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। রোববার ভোরের দিকে ঘরের দরজা ভেঙে দেখা যায় জেমি ফ্যান ঝুলানোর রডের সঙ্গে ঝুলছে। তারা ঝুলন্ত জেমির দেহ নামান এবং হাসপাতালে নিয়ে যান।  নাম প্রকাশে অনিচ্ছুক তার কয়েকজন বান্ধবী বলেন, ‘জেমি খুব ভালো মানুষ ছিল। প্রচুর পড়াশোনা করতো। ভালো ছাত্রী ছিল। তার অনেক স্বপ্ন ছিল। কিন্তু পদার্থ বিজ্ঞান পরীক্ষা খারাপ হওয়ায় কয়েকদিন ধরে খুব মন খারাপ করতো। সে অনেক ভেঙে পড়েছিল। পরীক্ষা খারাপ হওয়ায় সে আত্মহত্যা করেছে।’ এ বিষয়ে কু‌ষ্টিয়া কুষ্টিয়া মডেল থানার ও‌সি মাহফুজুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। তবে, কী কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।’ 
কুষ্টিয়ায় ৫১২ মসজিদ ও ঈদগাহে নামাজ আদায়
কুষ্টিয়ায় ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে ৫১২ মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান জামাতে প্রায় ১০ হাজার মুসল্লির সঙ্গে ঈদুল আজহার নামাজে শরিক হন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।  এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে দেশের মঙ্গল ও শান্তিকামনায় দোয়া করা হয়।  এ সময় দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান হানিফ। তিনি বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সব মানুষের জীবন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশা করেন হানিফ। পরে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলি শেষে নিজ নিজ বাড়িতে পশু কোরবানির মাধ্যমে যথাযথ মর্যাদায় সবাই ঈদুল আজহা পালন করছেন।
২৫ ঘণ্টা পর গড়াই নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২৫ ঘণ্টা পর স্কুলছাত্র আমানের মরদেহ উদ্ধার হয়েছে।  মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় কিলোমিটার ভাটি থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। খোকসা ফায়ার স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম জানান, কমলাপুর ঋষিপাড়া ঠাকুর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর ২৫ ঘণ্টা আগে সোমবার সকাল দশটার দিকে আমান হাসান নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। জানা যায়, খোকসা উপজেলার কমলাপুরে চার বন্ধু মিলে গড়াই নদীতে গোসল করতে নেমে অষ্টম শ্রেণির ছাত্র আমান হাসান (১৪) ডুবে নিখোঁজ হয়। আমান খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র। তিনি একতারপুর পূর্ব পাড়া গ্রামের ব্যবসায়ী মো. শামীম হাসানের ছেলে।  খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ বলেন, ‘উদ্ধার করা মরদেহ আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’