• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo
বাথরুমে মিলল ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ 
পিরোজপুরে ঝড়ের তাণ্ডব : ২ দিন পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ
পিরোজপুরে হঠাৎ করে আঘাত হানা কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। স্বল্প পরিসরে পিরোজপুর শহরে রাতে বিদ্যুৎ লাইন চালু করা গেলেও অধিকাংশ এলাকায় রয়েছে বিদ্যুৎবিচ্ছিন্ন। অন্যদিকে ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।  রোববার (৭ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে হঠাৎ করেই আকাশ কালো মেঘে ছেঁয়ে যায়। কিছুক্ষণ পরই শুরু হয় ঝড়। আর মুহূর্তের মধ্যেই লণ্ডভণ্ড হয়ে যায় পিরোজপুর সদর উপজেলার পৌরএলাকা এবং শারিকতলা ইউনিয়ন। এর প্রভাব পড়ে পার্শ্ববর্তী কাউখালী ও ইন্দুরকানী উপজেলায়ও। সদর উপজেলার দক্ষিণ মরিচাল গ্রামে ঘরের ওপর গাছ পড়ে চাপা পড়ে মারা যান এক নারী এবং একই এলাকায় পানিতে পড়ে মারা যান আরেক বৃদ্ধ। এ ছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন কমপক্ষে ১৫ জন। অন্যদিকে ঝড়ে গাছে থাকা আম, লিচুসহ অন্যান্য ফলের গুটি এবং গাছে থাকা কলার ব্যাপক ক্ষতি হয়েছে।  তবে ঝড়ের পর থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পিরোজপুর সদর, কাউখালী, ইন্দুরকানী ও ভান্ডারিয়া উপজেলা। তবে জেলা ও উপজেলা শহরগুলোতে স্বল্প পরিসরে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হলেও অধিকাংশ এলাকা রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এ ছাড়া প্রধান সড়কগুলো থেকে ঝড়ে ভেঙে পড়া গাছ অপসারণ করা সম্ভব হলেও গ্রামাঞ্চলের অনেক রাস্তাঘাট এখনও যান চলাচলের জন্য পুরোপুরি উপযোগী হয়নি। এতে করে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।  এদিকে সোমবার (৮ এপ্রিল) প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নিরুপণ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়।  তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবে সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া আজ সন্ধ্যার মধ্যে অধিকাংশ এলাকাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে বলেও আশা করা যাচ্ছে।
ছাত্রলীগ নেতাকে মারধর, চাঁদা দাবির অভিযোগে আরেক নেতা আটক
২০ বিদেশি পর্যটক নিয়ে পিরোজপুরে ভারতের ‘গঙ্গা বিলাস’
পিরোজপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত বেড়ে ৩
পিরোজপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘ, নিহত ২
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষার হলে ২ ভাই 
মায়ের মরদেহ বাড়িতে রেখে এসএসসির ইংরেজি ২য় পত্রের পরীক্ষা দিয়েছেন সাইফুল ইসলাম ও আসাদ মল্লিক নামের দুই ভাই। পরীক্ষা শেষে দুই ভাই বাড়িতে ফিরে মায়ের মরদেহ দাফনে অংশ নেন তারা। মর্মস্পর্শী এ ঘটনাটি ঘটেছে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতী গ্রামে। সাইফুল ও আসাদ ওই গ্রামের ব্যবসায়ী আবুল হোসেন মল্লিকের ছেলে। তারা দুই ভাই জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। মায়ের স্বপ্নকে বাস্তবায়ন করতেই শোককে শক্তিতে পরিণত করে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পরীক্ষাকেন্দ্রে যান তারা। পরিবার ও স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে অসুস্থতাসহ নানান ধরনের সমস্যায় ভুগছিলেন সাইফুল ও আসাদের মা শাহানা বেগম (৫৫)। তিনি মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে ওই রাতেই তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মারা যান তিনি। তার মৃত্যুর সংবাদ পেয়ে ভেঙে পড়েন এসএসসি পরীক্ষার্থী দুই ভাই সাইফুল ও আসাদ। বৃহস্পতিবার সকাল থেকে মায়ের মরদেহের পাশে বসে থাকেন দুই ভাই। স্বজনরা তাদের নানাভাবে মা হারানোর শোক কাটিয়ে উঠতে সহায়তা করেন। পরে স্বজনদের কথায় মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিতে যান দুই ভাই। পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট আগে তারা বের হয়ে মায়ের জানাজার জন্য বাড়িতে আসেন। দুপুর ২টায় জানাজার নামাজের পর মায়ের দাফন সম্পন্ন হয়। কেন্দ্র সচিব ও ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদ চৌধূরী বলেন, এসএসসি পরীক্ষার্থী সাইফুল ইসলাম ও আসাদ মল্লিকের মায়ের মৃত্যুর সংবাদটি খুবই মর্মান্তিক। আমি ও তাদের কক্ষের পর্যবেক্ষক কেন্দ্রে তার খোঁজখবর রেখেছি। পরীক্ষার কক্ষে মাঝেমধ্যে কান্নায় ভেঙে পড়েন তারা। সহপাঠীরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন, তবে পরীক্ষা ভালো হয়েছে তাদের। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম বলেন, বিষয়টি জানতে পেরে ওই কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাইফুল ও আসাদকে সান্ত্বনা দিয়েছি। তবে তাদের পরীক্ষা ভালো হয়েছে।
পিরোজপুরে অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত
পিরোজপুরের নাজিরপুরে অটোরিকশার ধাক্কায় এক কৃষক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ২ স্কুলছাত্রী আহত হয়েছেন। নিহত কৃষকের নাম মো. হেমায়েত উদ্দিন শেখ (৪৯)। বুধবার (২১ ফেব্রুয়ারি) নাজিরপুর-মাটিভাঙ্গা সড়কের কবিরাজবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলাদার।  নিহত হেমায়েত উদ্দিন শেখ উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামের আজিম উদ্দিন শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হেমায়েত উদ্দিন একটি ভাড়ায় চালিত ভ্যানে করে নাজিরপুর থেকে মাটিভাঙ্গা গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ওই ভ্যানটিতে থাকা কৃষক হেমায়েত উদ্দিনসহ আছিয়া আক্তার ও সওদা আক্তার নামের দুই বোন আহত হন। গুরুতর আহত হেমায়েত উদ্দিন শেখকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, অটোরিকশার ধাক্কায় মো. হেমায়েত উদ্দিন শেখ নামের এক কৃষক নিহত হয়েছেন। ধাক্কা দেওয়া অটোরিকশাটিকে শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্বশুরের কাফনের কাপড় কিনতে গিয়ে জামাইয়ের মৃত্যু
পিরোজপুরে শ্বশুরের কাফনের কাপড় কিনে ফেরার পথে জামাই মো. রবিউল ইসলাম শেখের (৩২) মৃত্যু হয়েছে।  বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত জালাল শেখের ছেলে। জানা গেছে, এদিন দুপুরে রবিউলের শ্বশুর ফজর আলীর মৃত্যু হয়। বিকেল ৩টার দিকে তাকে দাফনের জন্য স্থানীয় বাজারে কাপড় কিনতে যায় রবিউল। ফেরার সময় রাস্তার ওপর পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিমুল কৌশিক সাহা বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, শুনেছি শ্বশুরের কাফনের কাপড় নিয়ে ফেরার পথে পা পিছলে পড়ে রবিউল ইসলাম শেখ নামে একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।  
হাতুড়ি দিয়ে মাদরাসা সুপারের পা থেতলে দিল দুর্বৃত্তরা
পিরোজপুরের নাজিরপুরে মো. আব্দুল মান্নান (৫৩) নামে এক মাদরাসা সুপারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা থেতলে দেওয়া হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে মাদরাসার ভবনের সামনে এ ঘটনা ঘটে।   গুরুতর আহত মাদরাসা সুপার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি উপজেলার শেখমাটিয়া দারুসুন্নাৎ দাখিল মাদরাসার সুপার ও পটুয়াখালী জেলার সদর উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা।   আহত আব্দুল মান্নান বলেন, এশার নামাজ শেষে মাদরাসার কক্ষে ফিরছিলাম আমি। এ সময় মুখোশধারী ৪-৫ জন এসে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা আমাকে কিল-ঘুষি মারে এবং হাতে থাকা হাতুড়ি দিয়ে আমার বাম পায়ের হাঁটুতে আঘাত করে থেতলে দেয়। তার দাবি, গত ২০২২ সালের ১৬ জানুয়ারি মাদরাসার সহসুপার ও চতুর্থ শ্রেণির দুই কর্মচারী নিয়োগ এবং সম্প্রতি মাদরাসার ম্যানেজিং কমিটি গঠনের বিরোধের জেরে তার ওপর এমন হামলা হয়েছে। এর আগেও একাধিকবার তার ওপর হামলার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। প্রত্যক্ষদর্শী ওই মাদরাসার নৈশপ্রহরী মো. আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, মাদরাসার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের বাজার মাদরাসায় এসে রেখে যাওয়ার পর বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার দীপান্বিতা দেবনাথ জানান, তার বাম পায়ের হাঁটু ও হাঁটুর নিচে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলাদার জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইঁদুর মারার ফাঁদে প্রাণ হারালেন তরুণ দুই ভাই
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় রাতে মাছ ধরতে গিয়ে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুজন হলেন উপজেলার উড়িবুনিয়া গ্রামের দিনমজুর আয়নাল হক মিয়ার ছেলে মো. নাদিম (২৪) ও মো. ইমাম (২০)। বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মো. নাদিম ও মো. ইমাম বাড়ি থেকে মাছ ধরার জন্য বের হয়ে আর বাড়ি ফেরেননি। সকালে উড়িবুনিয়া গ্রামের একটি ধানখেতে দুই ভাইয়ের লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় এক ব্যক্তি জানান, উড়িবুনিয়া গ্রামের এক ব্যক্তি ধানখেতে ইঁদুরের উৎপাত থেকে রক্ষা পেতে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন। রাতে ধানখেতের পাশের খালে মাছ ধরতে গিয়ে নাদিম ও ইমাম অসাবধানতাবশত ওই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। আয়নাল হক বলেন, গতকাল রাতে তার দুই ছেলে মাছ ধরার জন্য বের হন। রাতে বাড়ি না ফেরায় আশপাশে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। সকালে লোকজনের কাছে ধানখেতে লাশ পড়ে থাকার খবর পান। ওসি মো. গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ধানখেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ তৈরি অপরাধ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আ.লীগ নেতাকে মারধরের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মোল্লাকে (৫৮) প্রকাশ্যে মারধোরের অভিযোগে তার আপন ভাগ্নে সাপলেজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিরাজ মিয়াসহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মজিবর বাদী হয়ে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মঠবাড়িয়া থানায় মিরাজসহ তার আরও ৫ সহযোগীর নাম উল্লেখ করে এবং আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মজিবর তার ভাগ্নে মিরাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তারা মামা ভাগ্নে আলাদা দুই প্রার্থীর পক্ষে কাজ করেছিল। তবে এ নির্বাচনেও মিরাজের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ বিজয়ী হয়। এ নিয়ে মজিবর এবং তার ভাগ্নে মিরাজের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে মিরাজ বিভিন্ন সময় তার মামাকে অপমান অপদস্ত করেছে। সর্বশেষ গত ২২ জানুয়ারি দুপুরে মজিবর সাপলেজা বাজারে একটি স্বর্ণের দোকানে অবস্থান করছিল। তখন মিরাজ এবং তার সহযোগীরা লাঠি, হকস্টিক ও দেশীয় অস্র সহ স্বর্ণের দোকানে প্রবেশ করে মজিবরের উপর হামলা চালায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। তবে মজিবরকে মারধোরের অভিযোগ অস্বীকার করেছে চেয়ারম্যান মো. মিরাজ মিয়া। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বাজারে প্রকাশ্যে মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মোল্লাকে মারধর করায় চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এর পূর্বেও তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।