• ঢাকা বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১
logo

শ্বশুরের কাফনের কাপড় কিনতে গিয়ে জামাইয়ের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০৫
ছবি : সংগৃহীত

পিরোজপুরে শ্বশুরের কাফনের কাপড় কিনে ফেরার পথে জামাই মো. রবিউল ইসলাম শেখের (৩২) মৃত্যু হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত জালাল শেখের ছেলে।

জানা গেছে, এদিন দুপুরে রবিউলের শ্বশুর ফজর আলীর মৃত্যু হয়। বিকেল ৩টার দিকে তাকে দাফনের জন্য স্থানীয় বাজারে কাপড় কিনতে যায় রবিউল। ফেরার সময় রাস্তার ওপর পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিমুল কৌশিক সাহা বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, শুনেছি শ্বশুরের কাফনের কাপড় নিয়ে ফেরার পথে পা পিছলে পড়ে রবিউল ইসলাম শেখ নামে একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরজি করের ৫০ জন সিনিয়র চিকিৎসকের গণ-ইস্তফা
আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেল
বেঁচে থেকে লাভ কী: স্বস্তিকা
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, ৯৯ মার্কিন চিকিৎসকের প্রতিবাদ