• ঢাকা বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১
logo

হাতুড়ি দিয়ে মাদরাসা সুপারের পা থেতলে দিল দুর্বৃত্তরা

আরটিভি নিউজ

  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৬
হাতুড়ি দিয়ে মাদরাসা সুপারের পা থেতলে দিল দুর্বৃত্তরা
আহত মাদরাসা সুপার মো. আব্দুল মান্নান। ছবি : সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে মো. আব্দুল মান্নান (৫৩) নামে এক মাদরাসা সুপারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা থেতলে দেওয়া হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে মাদরাসার ভবনের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত মাদরাসা সুপার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি উপজেলার শেখমাটিয়া দারুসুন্নাৎ দাখিল মাদরাসার সুপার ও পটুয়াখালী জেলার সদর উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা।

আহত আব্দুল মান্নান বলেন, এশার নামাজ শেষে মাদরাসার কক্ষে ফিরছিলাম আমি। এ সময় মুখোশধারী ৪-৫ জন এসে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা আমাকে কিল-ঘুষি মারে এবং হাতে থাকা হাতুড়ি দিয়ে আমার বাম পায়ের হাঁটুতে আঘাত করে থেতলে দেয়।

তার দাবি, গত ২০২২ সালের ১৬ জানুয়ারি মাদরাসার সহসুপার ও চতুর্থ শ্রেণির দুই কর্মচারী নিয়োগ এবং সম্প্রতি মাদরাসার ম্যানেজিং কমিটি গঠনের বিরোধের জেরে তার ওপর এমন হামলা হয়েছে। এর আগেও একাধিকবার তার ওপর হামলার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

প্রত্যক্ষদর্শী ওই মাদরাসার নৈশপ্রহরী মো. আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, মাদরাসার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের বাজার মাদরাসায় এসে রেখে যাওয়ার পর বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার দীপান্বিতা দেবনাথ জানান, তার বাম পায়ের হাঁটু ও হাঁটুর নিচে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।

নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলাদার জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিরামপুরে মাদরাসা সুপারের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
একা পেয়ে ছাত্রীকে শ্লীলতাহানি, কারাগারে মাদরাসা সুপার
হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ
চোর সন্দেহে রড-হাতুড়ি দিয়ে পিটুনি, যুবক নিহত