• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

শিশু হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ জুলাই ২০২০, ১৩:৪১
Child murder case
ছবি সংগৃহীত

চট্টগ্রামের ডবলুরিং থানার ঝরণা পাড়া জোর ডেবার পাড় এলাকায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে’ শিশু হত্যা মামলার আসামি জসিম উদ্দিন নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে মঙ্গলবার সন্ধ্যায় ঝরনা পাড়ায় মো. মেহরাব নামের তিন বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয় । এ ঘটনায় তার মা নীলু বেগম বাদী হয়ে জসিম উদ্দিনকে আসামি করে হত্যা মামলা করেন । নিহত শিশু মেহরাব জসিমের ছোট ভাই মোহাম্মদ রাশেদের ছেলে।

পুলিশ জানায় , নিহতের মায়ের মামলার পর পুলিশ জসিমকে গ্রেপ্তারে অভিযানে নামে। একপর্যায়ে ঝরনা পাড়া এলাকায় তার অবস্থানের কথা জানতে পেরে সেখানে যায় পুলিশ। এ সময় জসিমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে জসিমকে সেখানে পড়ে থাকতে দেখা যায়। আহত জসিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। গোলাগুলিতে নগর পুলিশের ছয়জন আহত হন । তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি, দুইটি গুলি ও ৮৭৫ পিস ইয়াবা উদ্ধার করেছে।

পুলিশ জানায়, নিহত জসিম উদ্দিনের বিরুদ্ধে নগরের ডবলমুরিং, হালিশহর, বন্দর থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, ছিনতাইয়ের অভিযোগে ১৩টি মামলা রয়েছে ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উখিয়ায় গলাকেটে রোহিঙ্গা যুবককে হত্যা
সিরাজগঞ্জে বোমা বিস্ফোরণ মামলার আসামি গ্রেপ্তার
ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা
পাথরঘাটায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা সাইবার মামলা, প্রতিবাদে মানববন্ধন
X
Fresh