• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মাদকের প্রতিবাদ করায় যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৩ জুন ২০২০, ০৮:৫১
Drug dealers stabbed for protesting drugs in Satkania Chittagong
ছবি সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদকের প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে মোসাদ্দেকুর রহমান নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

গতকাল সোমবার সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার বারদোনা ইউনিয়নের আদর্শ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে পাড়ায় পাড়ায় কমিটি গঠন করে কর্মসূচি পালন করে আসছিলেন মোসাদ্দেক। সম্প্রতি এক মাদক কারবারিকে পুলিশের হাতে ধরিয়ে দেয়ার ব্যাপারেও তার সহযোগিতা ছিল। এতে ক্ষিপ্ত হয়ে সম্প্রতি জেলফেরত সোহেল নামে স্থানীয় এক মাদক ব্যবসায়ীর নেতৃত্বে সন্ধ্যায় মোসাদ্দেককে ছুরিকাঘাত করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন মোসাদ্দেকের ভাই মোহাম্মদ ফয়সালও। দুজনকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে মোসাদ্দেককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

অন্যজন ২৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত মোসাদ্দেক চট্টগ্রাম নগরীতে রেস্টুরেন্ট ব্যবসা করতেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খিলগাঁওয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা পঞ্চম শ্রেণির ছাত্রীর
কসবায় ছুরিকাঘাতে কৃষক হত্যা, গ্রেপ্তার ২
বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
বিয়ে না দেওয়ায় মাকে গলা কেটে হত্যা করল ছেলে
X
Fresh