• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শরীয়তপুরে করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৪ মে ২০২০, ১৩:৩৬
Corona Shariatpur woman
ছবি সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ার করোনা আক্রান্ত এক নারী ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল তিনজন। এর আগে গেল মাসের চার এপ্রিল ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে ৯০ বছরের এক ব্যক্তির প্রথম মৃত্যু হয়।

এরপর গেল ২৬ এপ্রিল ডামুড্যা উপজেলায় একই পরিবারে করোনাভাইরাস আক্রান্ত তিনজনের মধ্যে একজন মারা যায়। এছাড়া গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজনের দেহে করোনাভাইাস শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জনে।

এদিকে জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৬১ জনের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন আটজন। আজ জেলা স্বাস্থ্য অধিদপ্তর সুস্থ্য হওয়া আটজনকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করবেন।

গতকাল রাত সাড়ে ১০টায় জেলা প্রশাসক কাজী আবু তাহের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের করোনা আক্রান্ত এক নারী ঢাকার কর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন।

তিনি বহুদিন যাবত করোনা আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়।

আজ বৃহস্পতিবার ওই নিহত ব্যক্তির গ্রামের বাড়ী শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ডের মোড়ল কান্দিতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের তত্বাবধায়নে ইসলামিক ফাউন্ডেশনের মরদেহ দাফন সমন্বয় কমিটি আইডিসিআরের নিয়মানুযায়ী দাফন সম্পন্ন করবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ বিল দেওয়ার সামর্থ্য নেই বাফুফের, তাপদাহের মধ্যে মেয়েদের খেলা
সাপের কামড়ে প্রাণ গেল যুবকের 
বেড়েই চলছে নারী নির্যাতন
৩০ বছর বয়সে ১৪ নারীর স্বামী সাঈদ
X
Fresh