• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চাঁদপুরে ৫ পুলিশসহ ১৩ জনের করোনা শনাক্ত

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৯ মে ২০২০, ১৭:০১
Coronavirus, Police, Infected
চাঁদপুর

চাঁদপুরে ৫ পুলিশ সদস্যসহ ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৭ জন। এরমধ্যে ৪ জন মারা গেছেন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ জন।

নতুন করোনায় আক্রান্ত ১২ জনের মধ্যে ৫ জন পুলিশ সদস্য। তারা হলেন ৪ জন এসআই ও ১ জন কনস্টেবল।

এর আগে চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত ১ জন এসআই ও ২ জন কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে মোট ৮ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, শনিবার চাঁদপুরে মোট ১৫১ জনের রিপোর্ট এসেছে। এরমধ্যে ১২ জনের রিপোর্ট করোনা পজিটিভ। বাকী ১৩৯ জনের রিপোর্ট করোনা নেগেটিভ। নতুন আক্রান্তদের মধ্যে ৫ জন পুলিশ সদস্য, ১ জন ইউপি সচিব ও ১ জন ল্যাব টেকনোলজিস্টসহ আরও ৫ জন রয়েছেন। নতুন আক্রান্ত ল্যাব টেকনোলজিস্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত।

অন্যদিকে, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার তৃতীয় নমুনা টেস্টের রিপোর্টও করোনা নেগেটিভ এসেছে। অর্থাৎ পরপর দু’টি নেগেটিভ রিপোর্ট আসায় তিনি এখন করোনা মুক্ত। তিনিসহ এখন জেলায় করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ১২জন। বাকীরা হাসপাতাল এবং নিজ নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
যেকোনো দুর্যোগে পুলিশ জনগণের পাশে রয়েছে: ডিএমপি কমিশনার
হারিয়ে যাওয়া বৃদ্ধা মাকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ
বেআইনি কাণ্ডে এবার অভিনেত্রী তামান্নাকে পুলিশের তলব
X
Fresh