• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরে আরও ২০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, গাছা থানা লকডাউন

গাজীপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ এপ্রিল ২০২০, ১৩:২৮
পুলিশ করোনা শনাক্ত
ফাইল ছবি

গাজীপুর মহানগর পুলিশের গাছা থানায় নতুন করে ২০ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। নিয়ে থানায় মোট ২৫ জন পুলিশের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আরও ৩০ জনের নমুনা নেয়া হয়েছে। তাই ওই থানাকে লকডাউন করা হয়েছে।

গতকাল সোমবার গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন সংবাদের সততা নিশ্চিত করেন।

এর আগে পুলিশের সহ-কমিশনার (গাছা-পুবাইল জোন) আশরাফুল উল্লাহ গণমাধ্যমকেও বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, করোনাভাইরাস পরীক্ষার জন্য নতুন আরও ৩০ জন কর্মকর্তার নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়তে পারে।

গেল ১৩ এপ্রিল গাছা থানার এক উপ-পরিদর্শক প্রথম করোনায় আক্রান্ত হন। এরপর ২০ জনের নমুনা সংগ্রহের পর এসি আশরাফুল উল্লাহ, ওসির দেহরক্ষী, চালক বাবুর্চির করোনা শনাক্ত হয়। পরবর্তীতে আইইডিসিআরের একটি মেডিকেল টিম আরও ২৬ জনের নমুনা সংগ্রহ করে। এদের মধ্যে নতুন ২০ জনের করোনা শনাক্ত হয়। নিয়ে গাছা থানার ২৫ কর্মকর্তার শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার আনোয়ার হোসেন আরটিভি অনলাইনকে জানান, গাছা থানাকে লকডাউন করা হয়েছে। থানার ভেতরে থাকা অফিসাররা থানার বাইরে যাচ্ছে না। বাইরের কেউ ভেতরে ঢুকছে না। এছাড়া অন্যান্য থানাগুলোকে সতর্ক থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের 
ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা
পিকআপকে পেছন থেকে ডাম্পট্রাকের ধাক্কা, নিহত ২
কানাডায় নিজ্জর হত্যাকাণ্ডে ৩ ভারতীয় গ্রেপ্তার
X
Fresh