• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনা সন্দেহে পুলিশ সদস্য আইসোলেশনে

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৩ এপ্রিল ২০২০, ১৫:২৭
করোনা বাগেরহাট পুলিশ
ফাইল ছবি

করোনাভাইরারে আক্রান্ত সন্দেহে বাগেরহাটে কর্মরত এক পুলিশ সদস্যকে (২৪) আইসোলেশনে রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. একেএম হুমায়ুন কবির জানান, দুপুরে ওই পুলিশ সদস্য জ্বর ও কাশি নিয়ে স্বপ্রোণোদিত হয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। গত কয়েকদিন ধরে তার জ্বর ও কাশি থাকায় তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর এ পাঠানো হয়েছে। তবে ওই পুলিশ সদস্যের সর্দি ও গলাব্যথা নেই।

সিভিল সার্জন আরও বলেন, বাগেরহাট জেলায় এই পর্যন্ত ১৫৪৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে ১৩৩১ জনের ১৪ দিনের কোয়ারেন্টিনের মেয়াদ শেষে তারা সুস্থ রয়েছেন। এখন হোম কোয়ারেন্টিনে আছে ২১৮ জন মার্চের এক তারিখ থেকে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাগেরহাট জেলায় চার হাজার ২২৭ জন প্রবাসী ফিরে এসেছেন।

এর আগে চারজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলেও তাদের কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তারা সবাই সুস্থ হয়ে বাড়িতে রয়েছেন।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
যেকোনো দুর্যোগে পুলিশ জনগণের পাশে রয়েছে: ডিএমপি কমিশনার
হারিয়ে যাওয়া বৃদ্ধা মাকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ
বেআইনি কাণ্ডে এবার অভিনেত্রী তামান্নাকে পুলিশের তলব
X
Fresh