• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

গোপালগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৩ এপ্রিল ২০২০, ১৪:১২
গোপালগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে হত্যা
গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষরা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান সরদারকে (৫০) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের রাইতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান রাইতকান্দি গ্রামের মৃত আব্দুল মান্নান সরদারের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বৃহস্পতিবার রাতে ৪ জনকে আটক করেছে।

কাশিয়ানী থানার এসআই ফিরোজ আহমেদ জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে আনিছুর রহমান ও তার চাচাত ভাই মোহাম্মদ সরদারের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের ১০-১২টি মামলা চলমান রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশী মঞ্জু শেখকে নিয়ে আনিচুর রহমান একটি মামলার ব্যাপারে কাশিয়ানী থানার ওসির সঙ্গে দেখা করতে যান।

পরে গ্রামে ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে সাজাইল ইউনিয়নের হরিদাসপুরে পৌঁছালে প্রতিপক্ষ মোহাম্মদ সরদারের লোকজন লিটু ও মঞ্জুর ওপর হামলা করে। পরে স্থানীয়রা ওই দু’জনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে লিটুর অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত সাড়ে ৮টার দিকে মারা যান।

লিটু সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ও সাজাইল বাজারে কাপড়ের ব্যবসা করতেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খিলগাঁওয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা পঞ্চম শ্রেণির ছাত্রীর
কসবায় ছুরিকাঘাতে কৃষক হত্যা, গ্রেপ্তার ২
বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
বিয়ে না দেওয়ায় মাকে গলা কেটে হত্যা করল ছেলে
X
Fresh