• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

হোম কোয়ারেন্টিন অমান্য করায় চার হাজার টাকা জরিমানা

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৫ মার্চ ২০২০, ২১:৪৪
জরিমানা হাজার চার
প্রতীকী ছবি

নড়াইলের কালিয়া উপজেলায় হোম কোয়ারেন্টিন অমান্য করায় একজনকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ভারত থেকে এসে কালিয়া বাসস্ট্যান্ড দিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করার অপরাধে জরিমানা করা হয়।

ঘোরাফেরা করার সময় কালিয়া পৌরশহরের ছোটকালিয়া গ্রামের মুরাদ (৩৪) নামে এই ব্যক্তিকে পুলিশ আটক করে। তাৎক্ষণিক ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নাজমুল হুদা তাকে চার হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন। অপরদিকে জেলার নড়াইল জেলায় মোট ৩২১ জন হোম কোয়ারেন্টিনে আছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুর নাগাত সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ২৩ জন নতুন করে হোম কোয়ারেন্টিনে এসেছেন এর মধ্যে সদরে ১৫ জন, কালিয়ায় ছয় এবং লোহাগড়ায় দুইজন। এর আগে গেল মঙ্গলবার পর্যন্ত হোম কোয়ারেন্টিনে ছিল ২৯৮ জন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রচারে বাধা: কাজীপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে শোকজ
মুক্তিযোদ্ধার কুশপুত্তলিকা দাহ, মেয়রের বিচারের দাবি 
জাতির পিতার সমাধিতে বিএসএমএমইউ’র নতুন উপ-উপাচার্যের শ্রদ্ধা
দুই স্বর্ণ ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাঁদপুরে বাজুসের মানববন্ধন
X
Fresh