• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

দক্ষিণ আফ্রিকায় নিহত বাংলাদেশির বাড়িতে শোকের মাতম

ফেনী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৪
নিহত বাংরাদেশি যুবক
ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর দাগনভূঞাঁ উপজেলার হীরাপুরের দুলাল নিহত হয়েছেন।

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউন শহরে গেলো বুধবার সন্ধ্যায় তিনি নিহত হন।

নিহত দুলাল উপজেলার মাতুভূঞা ইউনিয়নের হীরাপুর গ্রামের মজিব মুন্সি বাড়ির মালেক সর্দারের ছেলে। তিনি দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করতেন।

২০০৮ সালের ডিসেম্বর মাসে ভিটে-মাটি বিক্রি করে আফ্রিকায় পাড়ি জমান দুলাল। প্রথমে অন্যের দোকানে চাকরি করে পরে নিজেই ব্যবসা শুরু করেন কুইন্সটাউন শহর এলাকায়। ওই দিন রাতে আফ্রিকার অজ্ঞাতনামা ২-৩ জন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী দোকানে প্রবেশ করে মালামাল লুট করতে থাকে।

বাধা দিলে সন্ত্রাসীরা মাথায় গুলি করে মালামাল নিয়ে পালিয়ে যায়। আহতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত দুলালের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের স্বজনের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে উঠে। এ সময় উপস্থিত এলাকাবাসী ও স্বজনরা চোখের পানি ধরে রাখতে পারেনি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিরগিজস্তানে নিরাপদে বাংলাদেশি শিক্ষার্থীরা, পরিস্থিতি স্বাভাবিক
হামাসের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত
‘বাংলাদেশিদের দেখভালে উজবেকিস্তান থেকে রাষ্ট্রদূত যাচ্ছেন বিশকেক’
রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত
X
Fresh