• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

ছয় ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৮ জানুয়ারি ২০২০, ০৯:১১
ফেরি বন্ধ শিমুলিয়া
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কিছুটা কেটে গেলে বুধবার সকাল ছয়টা থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত ১২টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

রাতে নদীতে নোঙর করে রাখা হয় কয়েকটি ফেরি। এ সময় ঘাটে পারাপারের অপেক্ষায় ছিল চার শতাধিক ছোট-বড় যানবাহন। এ রুটের যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে।

বিআইডব্লিউটিসি (মেরিন) ব্যবস্থাপক মো. আহম্মেদ আলী আরটিভি অনলাইনকে জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কিছুটা কেটে গেলে আজ বুধবার সকাল ছয়টা থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। রাতে নদীতে নোঙর করে রাখে কয়েকটি ফেরি।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চন্দ্র আরটিভি অনলাইনকে জানান, ঘন কুয়াশার কারণে রাত থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। ফেরি বন্ধ থাকায় এ সময় শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়ে প্রায় চার শতাধিক ছোট-বড় গাড়ি।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ
দুদিন সিলেটের যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
শনিবার যেসব জেলার স্কুল বন্ধ থাকতে পারে
কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধের দ্বিতীয় দিন, হল ছাড়ছেন শিক্ষার্থীরা
X
Fresh