• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলে ৮৪ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, চালক আটক

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০২ জানুয়ারি ২০২০, ১১:৪৮
গাঁজা আটক ট্রাক
বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ট্রাকচালক কামরুল ইসলাম

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ৮৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ এক ট্রাকচালককে আটক করেছে র‌্যাব।

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মহিষমারা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

আটককৃত ট্রাকচালকের নাম কামরুল ইসলাম (২৫) । তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মজলিসপুর গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার ও অপারেশন কমান্ডার মো. শফিকুর রহমান আরটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বিকেলে মধুপুর উপজেলার মহিষমারা এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে একটি মিনি ট্রাক ও তার চালক কামরুল ইসলামকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৮৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা আনার জন্য বিশেষ কায়দায় ও বিশেষভাবে ট্রাকটি তৈরি করা হয়েছিলো। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহ আমানতে ৯০ হাজার ইউএই দিরহামসহ যাত্রী আটক
বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা প্রতিবন্ধী যুবক
কুয়াকাটায় ৫০ মণ শাপলাপাতা মাছসহ ট্রলার জব্দ
X
Fresh