• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

খামারিকে হত্যার পর গরু-ছাগল লুট

রাজশাহী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৫ ডিসেম্বর ২০১৯, ১২:৩৪
শ্বাসরোধ হত্যা খামারি
ফাইল ছবি

রাজশাহী নগরের দাশপুকুর এলাকায় এক খামারিকে শ্বাসরোধে হত্যা করে খামারের গরু ও ছাগল লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল বুধবার রাতের কোনও একসময় এ ঘটনা ঘটে। নিহত খামারির নাম আবদুল মজিদ (৮০)।

খামারির স্ত্রী ঝরনা বেগম বলেন, সাধারণত তিনি ও তার স্বামী রাতে খামারেই ঘুমান। গেল রাতে তিনি বাড়িতে ছিলেন। আর তার স্বামী ছিলেন খামারে। আজ সকালে খামারে এসে দেখেন তার স্বামীর লাশ পড়ে আছে। খামারের চারটি গরুর একটিও নেই, দুটি ছাগল নেই।

নগরের রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আবদুল মজিদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলার চারপাশে আঙুলের ছাপ আছে। তারপরও লাশের ময়নাতদন্ত শেষে নিশ্চিত করে বলা যাবে। বেলা ১১টা পর্যন্ত কোনও গরু-ছাগল উদ্ধার করা যায়নি। কাউকে আটক করা সম্ভব হয়নি। তদন্ত চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খিলগাঁওয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা পঞ্চম শ্রেণির ছাত্রীর
কসবায় ছুরিকাঘাতে কৃষক হত্যা, গ্রেপ্তার ২
বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
বিয়ে না দেওয়ায় মাকে গলা কেটে হত্যা করল ছেলে
X
Fresh