• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

চাটমোহরে জমি নিয়ে সংঘর্ষে দুই পুলিশসহ আহত ১০

পাবনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ ডিসেম্বর ২০১৯, ২৩:৩৩
চাটমোহরে জমি নিয়ে সংঘর্ষে দুই পুলিশসহ আহত ১০

পাবনার চাটমোহরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করেছে।

এ ব্যাপারে পুলিশ জানায়, চাটমোহর উপজেলার বড় শালিখা গ্রামের একটি জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় রাফিয়া পারভীন মুক্তি ও হাবিবুল ইসলামের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং এ বিষয়টি নিয়ে আপোষ মীমাংসারও চেষ্টা চলছিল।

এরই মধ্যে আজ সন্ধ্যায় জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। এ সময় চাটমোহর থানার এএসআই ওয়াসিম আলী, কনস্টেবল আলমগীর কবিরসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনার পর পুলিশ সাদ্দাম হোসেন ও মেহের আলী নামে দু’জনকে আটক করে থানায় নিয়ে আসে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝালকাঠিতে আনারস প্রতীকের ২ কর্মীকে কুপিয়ে আহত
নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৭
সংসদ ভবনের সামনে সংঘর্ষ, ছাত্রলীগ কর্মী নিহত
সাতক্ষীরায় ট্রাক উল্টে নিহত ২, আহত ১১
X
Fresh