logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯, ২৭ অগ্রহায়ণ ১৪২৬

এমপির আত্মীয় পরিচয়ে ৩৫টি সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ২১ নভেম্বর ২০১৯, ১৮:২৪
গাছ কাটা এমপি
ফাইল ছবি
সিরাজগঞ্জের সলংগা থানার জোড়দিঘি-মালতিনগর আঞ্চলিক সড়কের ধারে বিপুল টাকার সরকারি ৩৫টি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়েছে স্থানীয় দুই আওয়ামী লীগ নেতা।

তারা স্থানীয় এমপির আত্মীয় পরিচয় দিয়ে এই গাছ কেটে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, ধুবিল ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম ও মনিরুল ইসলামের নেতৃত্বে গতকাল বুধবার সকালে ওই সড়কের ৩৫টি ইউক্যালিপটাস গাছ গাছ কেটে নেয়া হয়।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জেহাদুল ইসলাম বুধবার ঘটনাস্থলে গিয়ে তাদের নাম-ঠিকানা সংগ্রহ করেছেন। তারা ওই সড়কের গাছ কাটার কথা স্বীকার করেছেন এবং তারা এমপি সাহেবের আত্মীয় পরিচয় দিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজ এ প্রতিবেদককে বলেন, ওই এলাকায় আমার কোনও আত্মীয় নেই। আমার নাম ভাঙিয়ে যারাই সরকারি গাছ কেটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সলংগা থানার অফিসার ইনচার্জ তাজুল হুদা বলেন, এমপি সাহেবের নির্দেশ পাওয়ার পর সরকারি গাছ কাটার বিষয়টি তদন্ত চলছে বলে তিনি জানান।

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়