• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

শিশুরাই আগামীর পৃথিবী: সেলিনা হোসেন

গাজীপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ নভেম্বর ২০১৯, ১৭:৩৭
মা শিশু সন্তান
মায়েদের সঙ্গে কথা সাহিত্যিক সেলিনা হোসেন

আমাদের সন্তানেরা স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে, তাদের জ্ঞান নিয়ে বিশ্বদরবারে যাবে। আরও অনেক বড় করে তুলবে এ দেশটাকে। আমরা থাকব না। কিন্তু আমাদের সন্তানেরা বড় হবে। এই প্রত্যাশা আমরা সব মায়েরাই করি। তাই আমরা মায়েরা আসুন সন্তানদের দিকে লক্ষ্য রাখি। ওরাই আমাদের আগামীর পৃথিবী। বললেন ফারিয়া লারা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

সোমবার দুপুরে সদর উপজেলার হালডোবা এলাকায় ফারিয়া লারা ফাউন্ডেশন চত্বরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

এতে মাঠ পর্যায়ের ৬০ জন নারী ও শিশুকে স্বাস্থ্যসেবা ও আত্মকর্মসংস্থান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

তিনি তার প্রয়াত কন্যা বৈমানিক ফারিয়া লারাকে নিয়ে স্মৃতিচারণ করে বলেন, লারার স্বপ্নই ছিল অসহায় মানুষকে ঘিরে। লারার মৃত্যুর পরও আমরা তার স্বপ্ন পূরণের চেষ্টা করে যাচ্ছি, সাধারণ মানুষকে সেবা দেওয়ার মধ্য দিয়ে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী নুরুন্নাহার ও ফারিয়া লারা ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিব্রতকর বক্তব্য থেকে দায়িত্বশীলদের বিরত থাকা উচিত : কাদের
দেশে কওমি মাদরাসা থাকা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরলেন শিক্ষামন্ত্রী
ড. ইউনুসের সংবাদ সম্মেলনের পরে উদ্ভুত পরিস্থিতিতে গ্রামীণ ব্যাংকের বক্তব্য
রুশ রাষ্ট্রদূতের বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি
X
Fresh