• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

হিলিতে ১২ পুলিশ কর্মকর্তার বদলিতে মাদক ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ নভেম্বর ২০১৯, ০৯:৪১
মিষ্টি মানববন্ধন স্থানীয়
মাদক ব্যবসায়ীদের মিষ্টি বিতরণের প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

প্রশাসনিক কারণে দিনাজপুরের হাকিমপুর থানার ওসিসহ ১২ জন পুলিশ কর্মকর্তার বদলিতে মিষ্টি বিতরণ করেছে মাদক ব্যবসায়ীরা।

এ ঘটনার প্রতিবাদের মানববন্ধন করেছে এলাকাবাসী।

কমিউনিটি পুলিশিং, মাদক নির্মূল কমিটি ও সর্বস্তরের সচেতন নাগরিকের আয়োজনে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে গতকাল মঙ্গলবার সকালে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, কমিউনিটি পুলিশের সদস্য, স্কুল ও কলেজের ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, হিলিকে মাদকমুক্ত করতে বদলিকৃত ওসিসহ পুলিশের টিমটি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নানামুখী অভিযান পরিচালনা করছিল। যে কারণে হিলিতে মাদকের প্রবণতা অনেকটা কমে এসেছে। সম্প্রতি ওসিসহ ১২ কর্মকর্তাকে একসঙ্গে অন্যত্র বদলির কারণে মাদক ব্যবসায়ীরা মিষ্টি বিতরণ করেছেন। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান।

---------------------------------------------------------------
আরো পড়ুন: নানাবাড়ি বেড়াতে আসা কিশোরীকে মেসে নিয়ে পালাক্রমে ধর্ষণ
---------------------------------------------------------------

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা সামছুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম ও স্টুডেন্ট বেস কমিউনিটি পুলিশিং ইউনিটের সাধারণ সম্পাদক মুহিত আহম্মেদ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে ১ লাখের বেশি ইয়াবাসহ মাদক কারবারি আটক 
রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৩১
বুবলীর জিডি, দুইজনকে সতর্ক করল পুলিশ
স্বামীর ঘরে ইয়াবা রেখে পুলিশকে খবর দিলেন স্ত্রী
X
Fresh