• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

ট্রেনে কাটা পড়ে প্রাণিসম্পদ কর্মকর্তাসহ নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৪ অক্টোবর ২০১৯, ১৭:৩২
মৃত্যু ট্রেন দুর্ঘটনা
ফাইল ছবি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন।

বুধবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার রতনপুর গ্রামের এম এম আবুল কাশেমের ছেলে এবং কালিহাতী উপজেলার উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণি স্বাস্থ্য) এস এম রোকুনুজ্জামান (৪৮) ও মুন্সীগঞ্জ জেলার রবীন্দ্র চন্দ্র (৫২)।

এ ব্যাপারে কালিহাতী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, উপজেলার আনালিয়া বাড়িতে এক ব্যক্তির গরু অসুস্থ হওয়ার খবর পেয়ে রোকুনুজ্জামান গতকাল দিনগত রাত ১১টার দিকে রবীন্দ্র চন্দ্র নামের ওষুধ কোম্পানির সাবেক এক প্রতিনিধিকে নিয়ে মোটরসাইকেলে রওয়ানা হন। পথে হাতিয়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেন তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নিহতদের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যায়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেনিয়ায় অতিবৃষ্টি ও বন্যায় আরও ৬৬ জনের মৃত্যু, নিহত বেড়ে ১৬৯
‘সাপোর্ট করার মতো কেউ থাকলে আজকে এই মৃত্যুটা হইত না’
টাঙ্গাইলে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু
ঝিনাইদহে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু
X
Fresh