logo
  • ঢাকা সোমবার, ১০ আগস্ট ২০২০, ২৬ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৪ জন, আক্রান্ত ২৪৮৭ জন, সুস্থ হয়েছেন ১৭৬৬ জন: স্বাস্থ্য অধিদপ্তর

এবার পিতৃত্ব নিয়ে সন্দেহে ঘুমন্ত শিশুকে ধানক্ষেতে নিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার ফরিদপুর, আরটিভি অনলাইন
|  ১৯ অক্টোবর ২০১৯, ১৭:৪১ | আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৭:৫০
মৃত্যু ঘাতক পিতা
ঘাতক বাবা হানিফ প্রামাণিক ও নিহত শিশু রহমত প্রমাণিক
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের চাদঁপুর গ্রামে গেল রাতে ঘুমন্ত শিশু সন্তানকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন বাবা।

গতকাল শুক্রবার মধ্যরাতে চর চাদঁপুর গ্রামের বাড়ির পাশে ধানক্ষেতে নিয়ে হত্যা করা হয় শিশুটিকে। নিহত শিশুর নাম রহমত প্রমাণিক। খুনি পিতার নাম হানিফ প্রামাণিক।

শিশুটির মা স্বপ্না আক্তার বলেন, বেশ কিছুদিন ধরে সন্তান নিয়ে গণ্ডগোল চলছিলো। সন্তানকে আমার স্বামী স্বীকার করছিল না। গতকাল বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসি। এরপর থেকে সে আমার সঙ্গে গণ্ডগোল শুরু করে। রাতে আমি ঘুম থেকে জেগে দেখি আমার সন্তান নেই। এরপর অনেক খুঁজাখুঁজি করে বাড়ির পাশে ধানক্ষেতের ভেতর আমার সন্তানের লাশ পাই। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে আমার স্বামী পলাতক রয়েছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান আরটিভি অনলাইনকে জানান, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, নিহতের মা আজ সকালে তার স্বামীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরা তাকে আটকের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আরো পড়ুন

জেবি  

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৫৭৬০০ ১৪৮৩৭০ ৩৩৯৯
বিশ্ব ১৯৮১৭৫৭৪ ১২৭২৯৮৯৬ ৭২৯৭৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়