• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

অস্ত্র ও ইয়াবাসহ শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৬
শ্রমিক লীগ, নেতা, অস্ত্র

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অস্ত্র ও ইয়াবাসহ এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প।

গেল শনিবার রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের দেনায়েতপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শ্রমিক লীগ নেতার নাম জহির সর্দার (৪০)। তিনি জেলার রায়পুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের দেনাতেপুর গ্রামের আবদুর রহিমের ছেলে এবং পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় তার কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড গুলি ও একশত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে রায়পুর, ফরিদগঞ্জ ও রায়গঞ্জ থানাসহ বিভিন্ন থানায় হত্যা অপহরণ মাদকসহ ১৪টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের কোম্পানি অধিনায়ক নরেশ চাকমা বলেন, অভিযান চালিয়ে জহিরকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে সে অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী জহির। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কসবায় ছুরিকাঘাতে কৃষক হত্যা, গ্রেপ্তার ২
সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা করেও বাঁচানো গেল না যুবককে
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার 
রাজধানীতে গ্রেপ্তার ৩৯
X
Fresh