• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

স্টাফ রিপোর্টার, রাজশাহী

  ১০ আগস্ট ২০১৯, ১৮:৪৯
ঈদ, জামাত, রাজশাহী

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত হজরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল আটটায় অনুষ্ঠিত হবে।

এতে ঈমামতি করবেন নগরীর জামিয়া ইসলামিয়া শাহ মখদুম (র.) মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. শাহাদাত আলী। তার সহকারী থাকবেন নগরীর হেতেমখাঁ বড় মসজিদের পেশ ঈমাম ও খতিব মাওলানা মো. ইয়াকুব আলী।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় সম্ভব না হলে একই সময় হজরত শাহ মখদুম (র.) দরগা মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।

একই সময়ে রাজশাহীতে ঈদের বড় জামাত নগরীর সাহেববাজার বড় মসজিদ সংলগ্ন রাস্তায় অনুষ্ঠিত হবে।

সকাল আটটায় রাজশাহীর অন্যতম বড় ঈদের জামাত হবে টিকাপাড়া ঈদগাহ ময়দানে।

এছাড়া, রাজশাহী জেলা ও মহানগরীর অন্যান্য ঈদগাহেও সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমাকে মেরে ফেলেন ভাই’
উত্তপ্ত রাজশাহী, তাপমাত্রা ছাড়াল ৪২ ডিগ্রি
তীব্র তাপদাহে রাসিকের জরুরি সভা, নানা উদ্যোগ গ্রহণ
রাজশাহীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
X
Fresh