নারায়ণগঞ্জে ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার
নারায়ণগঞ্জে কর্তব্যে অবহেলার অভিযোগে এক ইন্সপেক্টরসহ ছয় পুলিশ সদস্যকে সাময়িক প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সোমবার রাতে জেলা পুলিশ সুপার হারুন উর রশিদ এ আদেশ দেন ।
জেলা পুলিশের প্রেস উইং সাজ্জাদ রুমন জানান, সোমবার সকালে জেলা পুলিশ লাইনে কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন বিভাগের পুলিশকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হয় । দায়িত্ব পালনে সদর থানার ইন্সপেক্টর (পরিদর্শক) জয়নাল আবেদীন, জেলা গোয়েন্দা পুলিশের এসআই আলমগীর, এসআই মাহফুজ, কনস্টেবল রুহুল আমিন, মাসুদরানা ও আসাদুজ্জামানের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠে । শাস্তিমূলক ব্যবস্থায় তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
জেবি