• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শ্রীমঙ্গলে সপ্তাহের ব্যবধানে তিনটি শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

  ২৯ মে ২০১৯, ০৯:০০

শ্রীমঙ্গল উপজেলার পৃথক জায়গা থেকে সাত দিনের ব্যবধানে তিনটি শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সবশেষ গেল সোমবার শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকার একটি বাসা থেকে ছয় ফুট লম্বা একটি শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়। এছাড়াও গেল ২০ মে ও ২৩ মে পৃথক জায়গা থেকে আরও দুটি সাপ উদ্ধার করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব আরটিভি অনলাইনকে বলেন, গেল সোমবার শঙ্খিনী সাপটিকে ঘরের ভেতরে দেখতে পেয়ে বাসার মানুষ আমাদের খবর দেয়। পরে আমরা সাপটিকে উদ্ধার করে নিয়ে আসি। সাপটি পুরোপুরি সুস্থ আছে। আমরা শিগগিরই সাপটি অবমুক্ত করে দেব।

তিনি আরও বলেন, বনের পরিবেশ নষ্ট হওয়ার কারণে সাপসহ বিভিন্ন প্রাণী প্রায়ই বন ছেড়ে লোকালয়ের কাছাকাছি চলে আসে। এজন্য বনের পরিবেশ রক্ষা করতে হবে সবাইকে মিলে।

তিনি আরও বলেন, ধরা পরা সাপটি এলাপিডি পরিবারভুক্ত এক প্রকার বিষধর সাপ।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাপের কামড়ে প্রাণ গেল যুবকের 
খাটের ওপর পড়ে ছিল গৃহবধূ, স্বামী ঝুলছিল ওড়নায় 
হিলিতে কোটি টাকার কোকেন উদ্ধার
১১ নাবিক জীবিত উদ্ধার, নিখোঁজ ১
X
Fresh