• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

হিলিতে কোটি টাকার কোকেন উদ্ধার

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ এপ্রিল ২০২৪, ২০:৩৫
ছবি : আরটিভি

দিনজপুরের হিলি সীমান্তের ডাংগাপাড়া চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি কোকেন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা হিলিগামী বাস শাহী এন্টারপ্রাইজে (বাস নম্বর-ঢাকা-ব-১৪-৯২২৭) তল্লাশি করে মালিকবিহীন এসব কোকেন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।

অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, একটি বাসে কিছু অবৈধ মালামাল আসবে। পরে সেখানে সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে ব্যাটালিয়ানের একটি বিশেষ টহল দল ডাংগাপাড়া এলাকায় অবস্থান করেন। এ সময় শাহী নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করেন বিজিবি সদস্যরা। অভিযানে দুই কেজি কোকেন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে স্বস্তির বৃষ্টি
হিলিতে তীব্র তাপ প্রবাহে ঝরে যাচ্ছে লিচুর গুটি
রাজধানীতে লেক থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পাকিস্তানে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সুপ্রিম কোর্টের নির্দেশ
X
Fresh