• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অতিরিক্ত দামে কাপড় বিক্রি, জরিমানা

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ২১ মে ২০১৯, ২৩:২০

নির্ধারিত দামের থেকে অতিরিক্ত মূল্যে কাপড় বিক্রির দায়ে মানিকগঞ্জ জেলা শহরে দুটি কাপড়ের দোকানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দোকান দুটি হল-চাঁদের হাট এবং নকশী।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান খানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে চাঁদের হাটকে ৫০ হাজার এবং নকশী’কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, নির্ধারিত দামের থেকেও অতিরিক্ত মূল্যে ক্রেতা সাধারণের কাছে কাপড় বিক্রি করছে এমন অভিযোগের প্রেক্ষিতে এই দোখানগুলোতে অভিযান চালানো হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ওই দুটি দোকানীকে জরিমানা এবং সতর্ক করা হয়।

এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
সড়কে শৃঙ্খলা জোরদারে বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
চলচ্চিত্র শিল্পীদের নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত (ভিডিও)
X
Fresh