• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসাশিক্ষক আটক

ফেনী প্রতিনিধি

  ১৬ এপ্রিল ২০১৯, ১৩:৪০

ফেনীর দাগরভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের কোরেশমুন্সি এলাকায় একটি কওমি মাদরাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে পুলিশ ওই মাদরাসার শিক্ষক শহিদুর রহমানকে (৫৩) আটক করেছে।

সোমবার বিকেলে উপজেলার কোরেশমুন্সি দারুল কোরআন ওয়াস ছুন্নাহ্ প্রাইভেট মাদরাসা থেকে ওই শিক্ষককে আটক করা হয়।

আটক শিক্ষকের নাম শহিদুর রহমান (৫৩)। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার উত্তর জয়নগর গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, কোরেশমুন্সি বাজার সংলগ্ন আবদুল নবী গ্রামে ওই মাদরাসার শিক্ষক মাওলানা শহিদুর রহমানের হাতে গেল রোববার রাতে বলাৎকারের শিকার হন দ্বিতীয় শ্রেণির এক আবাসিক ছাত্র। সোমবার বিকেলে এই ঘটনা জানাজানি হলে মাদরাসা থেকে ওই শিক্ষককে আটক করা হয়।

ফেনী দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মদ পাঠান জানান, নির্যাতনের শিকার ওই শিশুটির বাবা আবুল কালাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে আদালতে পাঠিয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা প্রতিবন্ধী যুবক
মাদরাসা শিক্ষকদের জন্য সুখবর
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
X
Fresh