• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

আখেরি মোনাজাত শুরু

গাজীপুর প্রতিনিধি

  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৭

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ২য় পর্বের আখেরি মোনাজাত সকাল পৌনে ১২টায় শুরু হয়েছে। মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় এ মোনাজাতে অংশ নেন দেশ-বিদেশের লাখো মুসল্লি। মোনাজাত পরিচালনা করছেন দিল্লির মাওলানা শামীম আহমদ। এর আগে সকাল থেকে মুসুল্লিদের উদ্দেশে দিক নিদের্শনামূলক হেদায়াতি বয়ান করেন ভারতের মাওলানা ইকবাল হাফিজ। বাংলায় তরজমা করছেন মাওলানা সৈয়দ ওসামা ইসলাম।

মোনাজাত উপলক্ষে শীত উপেক্ষা করে তুরাগ তীরে লাখো মানুষের ঢল নেমেছে। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে মধ্যরাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাহপুর, মীরের বাজার থেকে টঙ্গী পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

মোনাজাত প্রচারের জন্য গণযোগাযোগ অধিদপ্তর ও গাজীপুর জেলা তথ্য অফিস বিশেষ ব্যবস্থা নিয়েছে। ইজতেমার ময়দানের বাইরে অবস্থানকারী মুসল্লি ও পথচারীদের মোনাজাতে শরিক হতে ইজতেমা ময়দানের বাইরে শতাধিক মাইকে সংযোগ দেয়া হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারাবিহ নামাজের নিয়ত, দোয়া ও মোনাজাত
ক্রেতা সংকটে বাণিজ্য মেলার সময় বাড়ানোর দাবি
ইজতেমায় আসা মালয়েশিয়ার নাগরিকের মৃত্যু
আখেরি মোনাজাত শেষ, ফিরতি পথে মুসল্লিদের ঢল
X
Fresh