• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা-কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ

ভৈরব প্রতিনিধি

  ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৭

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মানিকখালী স্টেশনে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় কিশোরগঞ্জের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার সকাল পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. আতাউল করিম কবির জানান, সকাল ৬টা ৫০ মিনিটে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি কটিয়াদী উপজেলার মানিকখালী স্টেশনে পোঁছার পর এর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ঢাকা রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. কামরুজ্জামান জানান, খবর পেয়ে কিছুক্ষণ আগে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন মানিকখালীতে পৌঁছেছে। এটি কাজ শুরু করেছে। ইঞ্জিন সচল করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধ পুরোপুরি বন্ধের শর্তেই জিম্মিদের ফিরিয়ে দিবে হামাস
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
যে কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন
X
Fresh