• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পঞ্চগড়ে কাদিয়ানিদের জলসা বন্ধের দাবিতে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

পঞ্চগড় প্রতিনিধি

  ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২০

পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাত বা কাদিয়ানিদের বার্ষিক সালানা জলসা বন্ধের দাবিতে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত চলা সংঘর্ষে পঞ্চগড় শহর ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

কাদিয়ানি বিরোধী বিক্ষুব্ধ জনতা শহরে ও জেলা শহরের আহমদনগরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। মহাসড়ক দুই ঘণ্টা ধরে অবরোধ করে রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জসহ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবদুল্লাহ সাজ্জাদ, অতিরিক্ত ডিআইজি মজিদ আলী, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমদ, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউস সুন্নাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহেতেশাম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান।

এসময় তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

রাত সাড়ে ১১টার দিকে শহরে ও আহমদনগর এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে জেলা শহরসহ ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আরও পড়ুন

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh