• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পুলিশের ওপর হামলায় ৭৫ যুবলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ০৩ জানুয়ারি ২০১৯, ১৮:৩৪

লক্ষ্মীপুরে পুলিশ ও যুবলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৫ জনের নামসহ ৭৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

এই মামলায় পৌর যুবলীগের আহ্বায়ক রুপমকে প্রধান আসামি করা হয়েছে। এ মামলায় অন্য আসামিদের মধ্যে সদর উপজেলা পশ্চিম যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক, যুবলীগ নেতা ইকবাল হোসেন, মিজানুর রহমান, সাইফ উদ্দিন আফলু ও আলী আজগরের নাম জানা গেছে।

এরইমধ্যে বৃহস্পতিবার বিকেলে আটক ১০ জন যুবলীগ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার রাতে সদর থানার এসআই আব্দুল আলীম বাদী হয়ে এ মামলাটি করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন আরটিভি অনলাইনকে জানান, বুধবার দুপুরে সদর হাসপাতালে চিকিৎসারত এক যুবকের ওপর হামলাকে কেন্দ্র করে পুলিশ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থল থেকে ছয়জন ও পরে বিশেষ অভিযানে আরও চারজনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা করেছে পুলিশ। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রহমানকে পূর্ব বিরোধের জের ধরে কুপিয়ে আহত করে স্থানীয় যুবক দেলোয়ার হোসেন। পরে তাকে স্থানীয়রা মারধর করে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে জেলা যুবলীগ নেতারা হাসপাতালে যান। এসময় চিকিৎসারত হামলাকারী ওই যুবককে মারধরের চেষ্টা করে যুবলীগ নেতারা। পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমাকে মেরে ফেলেন ভাই’
ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
যে কারণে পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
রাজধানীতে গ্রেপ্তার ৩৯
X
Fresh