• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আটক চার কিশোরকে ফেরত দিয়েছে ভারত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ০৩ জানুয়ারি ২০১৯, ১৩:০৮

আইনি প্রক্রিয়া শেষে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশি চার কিশোরকে ফেরত দিয়েছে ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভারতে তারা প্রায় তিন বছর ধরে আটক ছিলেন। হস্তান্তরের পর ওই চার কিশোরকে তাদের পরিবারের কাছে তুলে দেয়া হয়।

ফিরে আসা কিশোররা হলো, জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হাসান মাহমুদের ছেলে মেহেদী হাসান (১৮), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার আবু বক্করের ছেলে রবিউল আলম (১৭), জয়পুরহাট সদরের মজিবর মার্ডির ছেলে জহন মার্ডি (১৮) ও কুমিল্লা জেলার লাকসাম উপজেলার জামাল হোসেনের ছেলে জাফর ইকবাল( ১৩)।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কার্যালয় সূত্রে জানা গেছে, এই কিশোররা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যায়। এসময় তাদের কাছে পাসপোর্ট না থাকায় সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে। তাদের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের জেল হাজতের পরিবর্তে ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ‘শুভায়ন অবজারভেশন হোমে’ আটক রাখা হয়।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা প্রতিবন্ধী যুবক
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
X
Fresh