DMCA.com Protection Status
  • ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০১৯, ৭ বৈশাখ ১৪২৬

ধামরাইয়ে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ২

সাভার প্রতিনিধি
|  ০২ ডিসেম্বর ২০১৮, ০৮:৪২ | আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ০৮:৫২
ধামরাইয়ে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। 

উপজেলার বালিয়া এলাকার চৌহাটে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমিন হোসেন ও সিফাত হোসেন। তাদের দুইজনের গ্রামের বাড়ি ধামরাইয়ের বালিয়া গ্রামে।

ধামরাই থানার এসআই কামরুজ্জামান জানান, একটি আঞ্চলিক সড়কে সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। 

তিনি আরও জানান, আহত দু’জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়